আমাদের কথা খুঁজে নিন

   

সিকৃবিতে নতুন বন্ধু/সহপাঠী খুঁজছি: জুলাই-ডিসেম্বর, ২০১২ সেমিস্টারে এম.এস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !! সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই-ডিসেম্বর, ২০১২ সেমিস্টারে বিভিন্ন অনুষদের বিভিন্ন ডিপার্টমেন্টে তিন সেমিস্টার (১৮ মাস) মেয়াদী এম.এস. কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য যোগ্য প্রর্থীদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কৃষি অনুষদ অন্তর্ভূক্ত ডিপার্টমেন্ট ১. এগ্রোনমি এন্ড হাওর এগ্রিকালচার ২. সয়েল সায়েন্স ৩. ক্রপ বোটানি এন্ড টী প্রোডাকশন টেকনোলজি ৪. হর্টিকালচার ৫. প্ল্যান্ট প্যাথলোজি এন্ড সীড সায়েন্স ৬. এন্টোমলজি ৭. এগ্রোফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ৮. এগ্রিকালচারাল কেমিস্ট্রি ৯. জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং ১০. এগ্রিকালচার এক্সটেনশন এডুকেশন ১১. বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদ অন্তর্ভূক্ত ডিপার্টমেন্ট ১. এনাটমি এন্ড হিস্টোলজি ২. ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি ৩. মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন ৪. প্যাথলজি এন্ড প্যারাসাইটোলজি ৫. মেডিসিন এন্ড সার্জারী ৬. এ্যানিমেল নিউট্রিশন এন্ড লাইভষ্টক ম্যানেজমেন্ট ৭. ডেইরী এন্ড পোল্ট্রি সায়েন্স ৮. জেনেটিক্স এন্ড এনিমেল প্ল্যান্ট ব্রিডিং ৯. বায়োকেমিস্ট্রি এন্ড ক্যামিস্ট্রি মাৎস্য বিজ্ঞান অনুষদ অন্তর্ভূক্ত ডিপার্টমেন্ট ১. একোয়াকালচার ২. ফিসারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স ৩. ফিস হেল্থ ম্যানেজমেন্ট ৪. একোয়াটিক রিসোর্ট ম্যানেজমেন্ট ৫. ফিসারিজ টেকনোলজি এন্ড কোয়ালিটি কন্ট্রোল ৬. কোষ্টাল এন্ড মেরিন ফিসারিজ ভর্তির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: ১. ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স, কৃষি ও মাৎস্য বিজ্ঞান অনুষদ অন্তর্ভূক্ত বিভাগ সমূহে ভর্তির জন্য ডি.ভি.এম. , বি.এস.সি.এজি. (অনার্স), বি.এস.সি.ফিসারিজ (অনার্স) অথবা সমমানের ডিগ্রীধারী হতে হবে। ২. ক্রেডিট কোর্স পদ্ধতিতে ¯œাতক পাশকৃত শিক্ষার্থীদের জিপিএ ৪.০০ এর মধ্যে কমপক্ষে ৩.০০ অথবা ৫.০০ এর মধ্যে কমপক্ষে ৩.৫০ এবং সংশ্লিষ্ট বিষয়ে আলাদাভাবে ৩.০০ অথবা ৩.৫০ থাকতে হবে। ৩. উল্লেখ্য যে বায়োকেমিষ্ট্রি এন্ড কেমিষ্ট্রি বিভাগে ভেটেরিনারি, কৃষি ও মাৎস্যবিজ্ঞান অনুষদ হতে ¯œাতক ডিগ্রীধারী সকল শিক্ষার্থী ভর্তিও আবেদন করতে পারবে। অন্যান্য যোগ্যতা: ১. সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কশীট, গ্রেডসীটের সত্যায়িত ফটোকপি ও পাসপোর্ট সাইজের ২কপি এবং স্ট্যাম্প সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে।

২. অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশকৃত শিক্ষার্থীগন অত্র বিশ্ববিদ্যালয়ের এম.এস. কোর্সে ভর্তী হতে ইচ্ছুক হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে তার পূর্বের শিক্ষা প্রতিষ্ঠান হতে মাইগ্রেশন সার্টিফিকেট জমা দিতে হবে। ভর্তি ফরম ও অন্যান্য তথ্যাবলী: ১. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখা হতে নির্ধারিত রশিদ পূরণ করত: রূপালী ব্যাংক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখায়, নগদ ৫০০/-(পাঁচশত) টাকা জমা প্রদান করে উক্ত রশিদ রেজিস্ট্রার কার্যালয়ের শিক্ষা শাখায় (কক্ষ নং-৩০৪) জমাদান সাপেক্ষে ২২/০৭/২০১২ হতে ২৬/০৭/২০১২ তারিখ পর্যন্ত ভর্তির ফরম সংগ্রহ করা যাবে এবং পূরনকৃত ভর্তির ফরম অবশ্যই ২৯/০৭/২০১২ তারিখের মধ্যে সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান বরবরে স্বহস্তে জমা প্রদান করতে হবে। ২. ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের আবেদন পত্র বিভাগীয় চেয়ারম্যান কর্তৃক একাডেমিক কমিটির সুপারিশসহ আগামী ৩০/০৭/২০১২ তারিখের মধ্যে রেজিস্ট্রার কার্য্যালয়ে প্রেরণ করতে হবে। ৩. নির্বাচিত প্রার্থীগণকে আগামী ০১/০৮/২০১২ হতে ০২/০৮/২০১২ তারিখ সকাল ৯:০০টা হতে বিকাল ৪.০০টা পর্যন্ত ভর্তির কার্যাদি সম্পন্ন করতে হবে। ৪. ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্লাশ শুরুর তারিখ ভর্তির পরে জানানো হবে।

৫. ভূল তথ্য সম্বলিত, অসম্পূর্ণ এবং অস্পষ্ট দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে। ৬. ভর্তি সংক্রান্ত যে কোন ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।