বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility ঘটনাটা জিপি গ্রাহক সেবা কার্যালয়ে । শাখাটা মনে হয় গুলশান এ ।
দেশে আসা মাত্রই বাবা রেজি. করা সিমটা এক্টিভেট সমেত বিল পরিশোধ করতে বাবাকে নিয়ে গেলাম । ১ম দিন বিল দিয়ে বাসায় আসলাম কিন্তু বাসায় এসে দেখি ইন্টারনেট প্যাকেজটা চলে না ।
১২১ এ ফোনে যোগাযোগ করেও তারা তেমন সুফল বয়ে আনতে না পারায় পরের দিন ১ বন্ধুকে সাথে নিয়ে আবার গেলাম ।
গিয়ে সিরিয়াল নিয়ে অপেক্ষা করছি , যথারীতি কাউন্টার গেলাম ডাক পড়তেই । কিন্তু ...
১ জিবি ....১ জিবি ........১জিবি...........
উনি থামিয়ে বললেন ১জিবি ইন্টারনেট প্যাকেজটা কি সক্রিয় করতে হবে বা কোন সমস্যা ? কিভাবে সহায়তা করতে পারি, বলুন স্যার !
(অপরূপা না হলেও সুন্দরী ছিল, চোখ ধাধানো ব্যাপার না হলেও মায়াবী ছিল)
আমি বোকার মত বললাম জ্বী ।
তারপর জিজ্ঞাসা এটা কার সিম ও আমার পরিচয় , আমি সঠিকটাই বললাম । যেহেতু সিমটা আমার নামে রেজি. না । তবুও তিনি বিশ্বাস করলেন আমার সব কথা ।
বড় কথা হল , আমি নিজেই সিমের নং জানতাম না ! তো নিজে নিজেই ব্লক খুলে দিলেন ।
যাই জিজ্ঞাসা করছে আমি বেখেয়ালে জ্বী বলেই যাচ্ছি । /(এটা বন্ধুর মতামত)
যখন হয়ে গেল । তখন ফেরত দিল । জবাবে মিষ্টি হাসি দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করলাম কিন্তু বিনিময়ে যে হাসির ঝিলিক পেলাম, তাতে ভয় বেড়েই গেল ।
বন্ধু জিজ্ঞাসা করল , তরুনী দেখে তোতলানোর অভ্যাস কবে থেকে ?
আমি ধীরে ধীরে পিছনে ফিরে চিন্তা করলাম আসলেই আমি কিছু করেছিলাম নাকি শুধু মায়া ! দেখলাম কোন অজানা কারনে আমি যা ব্যক্ত করতে চাচ্ছিলাম তা পারছিলাম না ।
যাইহোক, জবাব ছিল , যেদিন খেকে বুঝতে পারছি আমি আসলেই নি:সঙ্গ ।
আজও হাসি পায় ১ জিবি ১ জিবি ১জিবি ।
ঘটনাটা এই মাসের প্রথম দিকের ... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।