আমাদের কথা খুঁজে নিন

   

ছোয়ায় ভঙ্গুর ঘুম

হাতে হঠাৎ কিসের যেন হালকা গরম ছোয়া মনুষ্য চামড়ার অবয়ব বোঝার জন্য হাত মুষ্ঠিবদ্ধ করতেই বুঝলে তা অনেকটাই উষ্ণ তোমার দেহে শিহরণ জেগেছে তারপর............একটা চিৎকার তুমি ব্যস্ত হয়ে গেলে দুগ্ধদানে অতঃপর নীরবতা, ঘুমিয়ে গিয়েছে...... পাশ ফিরতেই আবারো আবারো কিসের ছোয়া এবারে আগের তুলনায় অনেকটা শীতল তুমি আস্তে আস্তে ধরলে মাথার দিকটা বাকা হয়ে আছে মেয়েটা এভাবেই শুয়ে থাকে প্রতি রাতেই অসংখ্যবার এমন হাজারো গুতো আমাকে সইতে হয়। তবুও আমার সন্তানেরা আমারই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।