...যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবেই নাকি একলা চলতে হয়... আমার বন্ধু একটি পাব্লিক বিশ্ববিদ্যালয়ে রেগুলার এমবিএ করত। ২ টার্ম করার পর চাকুরী হয়ে যাওয়ায় এমবিএ স্থগিত রেখে চাকুরী শুরু করে। এখন সে তার বাকি পড়া শেষ করতে চায়। কিন্তু সেই বিশ্ববিদ্যালয় তাকে রেগুলার থেকে ইভিনিং-এ শিফট হবার সুযোগ দিচ্ছে না। কিন্তু তার পোষ্টিং ঢাকার বাইরে হওয়াই, তার পক্ষে চাকুরী বাদ দিয়ে রেগুলার এমবিএ কন্টিনিউ করা সম্ভব না।
সে চাচ্ছে তার ২ টার্মের ক্রেডিট অন্য কোন পাব্লিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইভিনিং এমবিএ-তে ট্রান্সফার করতে। তার ২ টার্মের সিজিপিএ ৩.৭৫ এবং সে ঐ ব্যাচে যৌথভাবে ২য় ছিল।
ঢাকায় কোন পাব্লিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কি এধরনের কোন সুযোগ আছে? সম্পুর্ন ক্রেডিট ট্রান্সফার না হয়ে যদি কিছু বিষয়ে অয়েভার পাওয়া যায় তাতেও চলে।
কারো যানা থাকলে বলবেন প্লিজ। কোন লিঙ্ক বা কন্টাক্ট যদি দেন তাহলেও ভাল উপকার হবে।
ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।