যে জেলে নিরুপায় বুকে হাত দিয়ে বসে আছে আমি তার কথা ভাবি
আমি একটা মিনি ল্যাপটপ কিনব। কিন্তু বুঝতে পারছি না কোন ব্যান্ডের কোন মডেলটা কিনব । আমি ল্যাপটপ দিয়ে কি কি কাজ করব এবং আমি কি কি সুবিধা পেতে চাইছি নিচে তা পয়েন্ট আকারে দিলাম।
১। আমি মূলত নেটই চালাব।
আমার কয়েকটি ওয়েবসাইট আছে সেগুলো আপডেট করতে হয় । ওয়েবসাইট এর কাজের জন্যই নিতে চাইছি।
২। সি.ডি ড্রাইবের দরকার নাই।
৩।
ব্যাকআপ টাইম চাইছি বেশি। কারেন্টের যে অবস্থা । ল্যাপটপ নেওয়ার মূল কারণ হলো এটা।
৪। wifi , Blututh , webcam থাকতে হবে।
আমার বাজেট হলো ২৫০০০। এই বাজেটে স্যামসাং , টসিবা থেকে পাচ্ছি কিন্তু এই ব্যান্ড গুলা ভাল হবে কিনা বুজতে পারছি না
প্লিজ ব্লগাররা হেল্প করুন। আমি ২-৩ দিনেই কিনব ...........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।