আমাদের কথা খুঁজে নিন

   

দোতালা বাসে বেড রুমের আমেজ!!!

আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... বিকাল থেকেই মুষুল ধারে বৃষ্টি হচ্ছে শহরের সব প্রান্তেই। রাস্তা দেখে বুঝার উপায় ছিল না, কোনটা রাস্তা আর কোনটা ফুটপাথ আর কোনটাই বা পানির রাস্তা। যাই হোক বিকালের পড় বৃষ্টিটা কিছুটা কমেছে। কারওয়ান বাজার বিজিএমই ভবন থেকে বের হয়ে দ্বীপ এর কাছে চলে গেলাম। চিন্তায় পড়ে গেলেন দ্বীপ কি ?? মানে সড়ক দ্বীপ।

সেই সময় রাস্তার ডিভাইডার গুলোকে দ্বীপই মনে হচ্ছিল। সময় সন্ধ্যে ৭.৩০মিনিট । রাস্তায় দাড়িয়ে আছি বাসের অপেক্ষায়, বাস আসে বাস যায়, আমার জায়গা হয় না কোথাও। একটু খানি জায়গার জন্য গেলাম বাংলামটর সিগনালে, সেখানেও অবস্থা আরো করুন। তারপর শাহাবাগ মোড়।

তখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বি আর টি সি বাসের টিকিট কাটলাম। বাসের নিচ তলায় অনেক ভীড়, কোন ভাবে দোতলায় উঠলাম। দোতলার সম্মুখ ভাগেই একটা মেয়ে দাড়িয়ে ছিল। ধাক্কাধাক্কি যেন মেয়েটার সাথে না লাগে তাই একটু সর্তকতার সাথেই তার পাশে দাড়ালাম।

স্থির হয়ে দাড়াতেই লক্ষ্য করলাম মেয়েটি একটি ছেলের সাথে দাড়িয়ে আছে। দাড়ানোর ভাবসাব দেখেই মনে হচ্ছিল ছেলেটি তার বয় ফ্রেন্ড। তার ও কিছুক্ষন পর আমার সন্দেহটা কেটে গেল। রাস্তায় প্রছন্ড জ্যাম, গাড়ি গরুর গাড়ির গতিতেও চলে না....এরই মাঝে তাদের কিছু কথোপকথন নিচে দিলাম..... "ছেলেটার ফোন বাজল - দোস্ত আমি সায়মা কে নিয়ে আসতেছি, তুই বাসায় থাকিস। হাঁ, সায়মা আমার সাথেই আছে।

এখন আমরা শাহবাগ, বাসের মধ্যে। সায়মা - জান আমি যখন বের হচ্ছি তখন সেকেন্ড ইয়ারের এক আপু আমার সিট দখল করছে। ছেলে টা - তোমার সিট দখল করছে মানে ? সায়মা - না, আজকে তো সিট খালি থাকবে তাই উনি আজ আমার সিটে থাকবে। " এর পর আমি তাদের ক্রস করে একটু সামনে বাসের মাঝখানটায় দাড়ালাম। সায়মা এমন ভাবে ছেলেটার পাশে দাড়িয়ে ছিল "ছেলেটার বুকে মাথা গুঝে ছিল,ডান হাত ছিল ছেলেটার পেছন দিকটায় আর ছেলেটাও সায়মাকে তার হাত দিয়ে আলগে রেখেছিল সব সময়।

" এতটাই টেক কেয়ার সে করল সায়মার !!!! আমারা এখন কোন সমাজে বাস করছি। আজ রাত না হয় আমার সুখের কিছু মূহুর্তের স্মৃতি বহন করবে, যা আমি ভুলে যেত চাইব হয়তবা অদুর ভবিষ্যতে। তাই বলে হাজার মানুষের সামনে এই ভাবে পাশাপাশি দাড়িয়ে থাকার কি মানে ?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.