আমাদের কথা খুঁজে নিন

   

ঢাক্কা শহরে বৃষ্টি ! টোটাল বিনোদন ! ( ফান পোস্ট )

চোখের দেখা , মনের কল্পনাঃ আমার লেখা পোস্টটি ভুলে ভুলে মুছে যাওয়ায় আবার দিতে বাধ্য হলাম। দুঃখিত। বৃষ্টির দিন ! বৃষ্টির রাত ! বৃষ্টি হচ্ছে ! কবিরা কবিতা লিখছেন , অলস দুপুরে একা বালক , বালিকা আনমনা দাঁড়িয়ে থাকে বৃষ্টিভেজা বারান্দায় ! কত সুবিধা বৃষ্টির ! বৃষ্টি কিন্তু ঢাকা শহরে আরও চরম বিনোদনময় ! কিছুক্ষণ জোরালো বৃষ্টি হইসে কি হয় নাই, ঢাকার রাস্তায় পানি জমা শুরু ! আহ ! কি সুন্দর ভরা ভরা লাগে রাস্তাগুলান ! সরকারের জন্য এই জলে নিমজ্জিত রাস্তা একটা প্লাস পয়েন্ট ! ক্যামনে ? বলতেসি – উনারা পদ্মা সেতুর পাশাপাশি ঢাকার জল নিমজ্জিত এলাকা গুলায় সেতু নির্মাণ প্রকল্প হাতে নিতে পারেন। ঢাকাকে সেতুর শহর করে তুলতে উনারা এগিয়ে আসতে পারেন। আখেরে সেতু হোক বা না হোক , আমাদের পকেট থেকে সেতুর কথা কইয়া আরও কিছু টাকা তো নিতে পারবেন উনারা ! ভেবে দেখেন ! বৃষ্টি উনাদের জন্য আশীর্বাদ ! সরকারী কথা যাক ! বেসরকারি কথায় আসি।

যারা নদী দেখার সৌভাগ্য পান নাই তারা ভাইবেন না । ঢাকা নদীমাতৃক শহর হয়ে যায় বর্ষাকালে। খুব সহজেই আপনি অলিগলি , মেইনরোডেও নদীর ফেল্ভার পেতে পারেন। আর একটু ভাল করে বলতে গেলে বুড়িগঙ্গার ফ্লেভার। নদী দেখলেই তো অনেকের দূষণের মনবাসনা জাগে ।

কিন্তু এ ক্ষেত্রে আপনার কষ্ট করতে হবেনা । ড্রেনের জল বৃষ্টির জলের সাথে মিলেমিশে চমৎকার বুড়িগঙ্গার আবহ সৃষ্টি করে। যা এক কথায় মনোমুগ্ধকর ! অসসসাম !!!!! প্রেমিক প্রেমিকা জুটিগণ টাকার অভাবে অনেক সময় রেস্টুরেন্টে যেতে পারেননা। আপনারা সহজেই আপনাদের ডেটিং এর জায়গা বানিয়ে নিতে পারেন ঢাকার বৃষ্টিসিক্ত রাস্তাকে। বসে পড়ুন কোন জলে টইটম্বুর রাস্তার ফুটপাত ধরে।

রুমাল কিংবা কাগজ বিছিয়ে। বাদাম , চানাচুর বিক্রেতা মামারা আপনাদের রসদ জোগাতে সদা প্রস্তুত আপনার পাশেই ! চোখ ঘুরিয়ে দেখুন ! পেয়ে যাবেন উনাদের । তারপর মনের সুখে প্রেমালাপ শুরু করে দিন। সন্ধ্যার আধোআলো আধোছায়ায় আপনাদের মন ক্যামন ক্যামন করবে ! ওহ ! কি অসাধারণ ফিলিংস ! সিগন্যালের বন্দিত্ব পেরিয়ে আসা বাস জলে ঢেউ তুলে আপনাদের পা ভিজিয়ে দেবে। সাথে বাতাস থাকলে তো কোন কথাই নাই ! আপনার মনে হবে আপনি প্রেয়সীসমেত সত্যি সত্যিই নদীর বুকে ভেসে বেড়াচ্ছেন ! তবে হ্যাঁ ! একখানা ছাতা নিয়ে বসবেন কিন্তু ! যদি ভিজতে ইচ্ছা না হয় ।

আর ভিজতে চাইলে তো কোন কথাই নেই । নাচনকুদন শুরু করে দিন রাস্তার ধারে । ( এক্ষেত্রে এফডিসির শুটিং এর আবহ আসবে ) আমাদের দেশের মানুষ খুবই ধৈর্যশীল । জলাবদ্ধতা হোক আর যাই হোক , রাস্তায় বেরুতেই হবে। আমরা ধৈর্যের পরীক্ষায় আরেকবার পাশ করে যাই ।

বৃষ্টির পানি এক্ষেত্রে শিক্ষার সেইরকম মাধ্যম হিসেবে কাজ করে। এ যেন -"শহরজোড়া পাঠশালা মোর , বৃষ্টির আমি ছাত্র ! " তবে আর দেরি কেন ? !! বেরিয়ে পরুন কোন শুভ বৃষ্টি মুখর দিনে। ঢাকার রাস্তাজুড়ে এখন বিনোদন ও শিক্ষাকেন্দ্র । শুধুমাত্র আপনারই জন্য। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.