পরির্বতনের সময় এখন.... ঘন কালো মেঘের ঘনঘটা ঘন ঘন বজ্রপাত, সন্ধ্যে নামার আগেই অন্ধকার ঘিরে নিয়েছে সব, জানালায় দাড়িয়ে ঠাঁয় দু'চোখ যতদূর যায়, চেয়ে আছে, দেখছে সব তবু নির্বাক। দু'ফোটা অশ্রুজল গাল বেয়ে যায় পড়ে, সেই সাথে অঝোর শ্রাবন বয়ে যায় ধরাতে। বিমোহিত মনে চেয়ে থাকে শ্রাবন জলস্রোতে, আঁতকে উঠে মন রক্তবর্ণ জলস্রোত দেখে। অন্যমনষ্ক তরুনী দু'হাত দিয়ে চোখ ঠেকে নেয়....কিন্তু একি দু'হাতে রক্ত !!!! অবাক বিস্ময়ে আবার চোখ ঠেকে নেয়...না না আর তাকাবো না..... এই রক্তক্ষরন সহ্য হবে না। আজ আমি নিঃস্ব....ভালোবাসায় হয়েছি পাপিষ্ট.. তাহলে এই রক্তক্ষরন কি প্রতিনিয়ত একটু একটু করে ছিবড়ে ক্ষয়ে যাওয়া হৃদয়ের। যা রক্তাক্ত করে দিচ্ছে এই অঝোর শ্রাবনকেও। তাং - ১৭-০৭-২০১২, দুপুর - ৩.৩০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।