প্রিয় পাঠক,
আমি জয় । এখানে নতুন কিন্তু ব্লগিং এ পুরাতন। আমি আসলে ব্লগিং করি যা কিছু পাই তা দশ এর মদ্ধে বিলানোর জন্য। আমরা অনেকে ইন্টারনেট থেকে টাকা আয় করার জন্য ওডেস্ক , বা আন্তরজাতিক প্লাটফর্ম এ যাই একদম শুরুতে। কিন্তু কাজের অভিজ্ঞতা না থাকায় হতাস হই বার বার ।
কিন্তু একটু ভাবে চিন্তে অনলাইনের কাজ এ আসলে কিন্তু সহজে উপরে উঠা জায়।
প্রথমে আপনি দেশিও বায়ার খুজুন ।
আসলে দক্ষতা বারানর জন্য নিজের দেশি বায়ার এর বিকল্প হতে পারে না ।
আপনি অবশ্যই বলসেন দেশি বায়ার পাব কোথায় ?
এর জন্য সুন্দর একটি প্লাটফর্ম আসে । যারনাম দেশি ওয়ারকার ।
এখানে কিছু ছোট ছোট কাজ পাবেন । যা আপনার দখহতা বাড়াবে ।
দেশিওয়ারকার
আর যারা একবারে নতুন, ভাই নিচের লিঙ্ক এ যান কিছু টিউটোরিয়াল পাবেন অগুলা পরেন একটু ।
এই লিঙ্ক এ যান । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।