ব্লগিং শুরু করলাম ব্রডব্যান্ড তো মোটামুটি সবাই ব্যাবহার করছেন। নতুন এসেছে টেলিটক থ্রিজি।
কেন থ্রিজি? কারন স্পিড ইজ নাথিং উইথআউট মোবিলিটি, এই কথাটা সত্য।
কিন্তু কয়েকদিন দেখলাম টেলিটকের কয়েকজন "ব্যাবহারকারী" চামে খোচা দিয়ে দিলেন!
আর কিছু কিছু মানুষ তো এমন ভাবে যে "গ্রামীণফোন যে কবে থ্রিজি দিবে? তখন ব্যাবহার করবো। টেলিটক ভুয়া"
আগে বাংলালায়ন ব্যাবহার করতাম।
বহুত মানুষরে ব্লগে ফেসবুকে দেখি বাংলালায়ন কে বাংলা বিলাই বলে সম্বোধন করতে। অনেকে খালি বিলাই বলে।
কোথায় যেন পড়েছিলাম যে বাংলালায়নের মালিক কত ঝামেলা করে টাটা সহ আরো কিছু বিদেশি কোম্পানির সাথে ব্যাপক প্রতিযোগিতা করে লাইসেন্স কিনেছিলেন, সাথে অনেক টাকা ব্যাংকের লোনও ছিলো। এখন বাংলালায়ন লাভে এসেছে কি না জানিনা কিন্তু বাংলালায়নের ব্যাবহারকারী কিউবির থেকে অনেক বেশি হওয়ায় তারা বেশ ভালো অবস্থায় আছে বলেই আশা করি।
নাহ বাংলালায়ন লাভে আসেনি, মনে পড়েছে।
তার উপরে বাংলালায়ন আর কিউবি ব্যাবসায়িক ঝামেলায় আছে
আগে বাংলালায়ন ব্যাবহার করতাম এখন টেলিটক থ্রিজি মাঝে মাঝে বাংলালায়ন ঝামেলা করতো। তাই বলে সাথে সাথে গালাগাল করতাম না। টেকনিকাল ব্যাপার ঝামেলা হতেই পারে। টেলিটক বাংলালায়নের থেকে অবশ্যই ভালো। আমি ৫১২ ব্যাবহার করি, কিন্তু পাই ১ এমবিপিএস! হ্যা ভাই সত্যি, এমন না যে হঠাত ১ এমবিপিএস এ উঠে যায়, এটা কন্সট্যান্ট থাকে।
এই দেখুন, আসলেই ১ এমবিপিএস পাওয়া যায়! মাঝে মাঝে ৫ এমবিপিএস পর্যন্তও ওঠে
টেলিটকের থ্রিজি আসলেই ভালো, এতে কোন সন্দেহ নাই। যারা কিনবেন কিনবেন করছেন, কিনে ফেলুন। ভালোই সার্ভিস পাবেন আশা করি।
ইন্ডিয়ান দের দেখেন নিজেদের জিনিসগুলারে ফুলায় ফাপায় ভালো বলে প্রচার করে, দোষ ত্রুটি এড়িয়ে যায়। একারনেই ওদের ইকোনমি কত ভালো চলছে দেখেন না?
আর আমরা নিজেদের দোষ নিজেরাই দেখিয়ে বেড়াই।
দেশি জিনিস পাইলে হুদাই একটা বাজে মন্তব্য করতে ছাড়ি না। আর বিদেশি জিনিস যতই ফাউল হোক ব্যাবহার করতে প্রবলেম নাই!
আমি বলছি না যে আপনি দেশি প্লাস্টিকের চপ্পল পরিধান করুন। কিন্তু দেশি কোন কোম্পানি যদি বিদেশি কোম্পানির মতই ভালো জুতা বানায় তাহলে আমাদের নিজেদের জিনিস কেন ব্যাবহার করবেন না? কেন চৌধুরী সাহেব?
সরকার কিন্তু এইবার ইউটিউব নিয়া আসলেই বাড়াবাড়ি করতেছে
৫৭ টা প্লাস পাওয়া একটা পোস্ট
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।