আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে খুলেই ফেল্লাম ......................।

www.banasree.com অবশেষে খুলেই ফেল্লাম ......................। . . . দীর্ঘদিন যাবৎ আমার কাছে বিষয়টা নাড়া দিয়েছে । যখন কারো কিছু হারিয়ে যায় সেই একমাত্র বিষয়টা উপলব্ধি করে যে তার কত বড় ক্ষতি হয়ে গেছে? প্রথমেই ধরুন , আপনি আপনার বাসা থেকে একটা কল পেলেন। বাবার নাম্বার থেকে । সালাম দিলেন ।

বাবার ভরাট কন্ঠ । আপনি জিজ্গেস করলেন "বাবা কি হয়েছে? বাবা বল্লেন " তোর বড় ভাই কি তোকে ফোন করেছিলো ? অথবা ও কোথায় আছে জানিস?ও কি তোর বাসায় গিয়েছে? নাতো বাবা ................। এভাবে আপনিও চারিদিকে খুজতে থাকলেন .................. ফোন করতে থাকলেন.........। অবশেষে যেটা জানলেন সেটা হচ্ছে "Missing" এখানে বড় ভাইয়ের উদাহরন দিলাম যদিও ঘটনা টা ঘটে ছোট ভাইদের ক্ষেত্রেই বেশি । আমি ছোট ভাই লিখতে পারলামনা এজন্য যে আমার একটা ছোট ভাই আছে যার "Missing" এইটা মন থেকে লিখতেও খারাপ লাগছে।

যাহোক মুল কথায় আসি , এই রকম একটা পরিস্থিতিতে আপনি আগেই খোঁজ নিবেন আপনার আত্মিয়, হাসপাতাল , পুলিশ ইত্যাদি অবশেষে আপনি যদি পত্রিকার স্মরনাপন্ন হন তাহলে আপনাকে গুনতে হবে ৭ থেকে ১০ হাজার টাকা। তাও আবার একদিনের একটি পত্রিকার পাঠকদের জন্য। সবই দরকার আছে ঠিকই কিন্তু ১০ দিন পরে সেই হারানো বিজ্গপ্তিটি কে কিংবা কোথায় খুজে দেখবে যদি আপনি কাওকে খুজেও পান। আর তাই আমি আপাতত একটা পেজ খুলে ফেল্লাম ফেসবুকে যেনো সেখানে সবাই হারানো /পাওয়া যে কোনো জিনিষের পোস্ট দিতে পারেন। সেটা হতে পারে মানুষ, পোষা পশু পাখি , ব্যাগ, কিংবা প্রয়োজনীয় যে কোনো জিনিষ।

একটা লাইক দিয়েই আপনি সংযুক্ত থাকতে পারেন মানবতার উপকারের জন্য। হয়তো আপনার দ্বারাই উপকার হতে পারে আরেক জনের যা আপনি কখনই ভাবেননি। অথবা আপনিই একদিন উপকৃত হতে পারেন...............। https://www.facebook.com/LostFound.Bangladesh অফ টপিক : ইহা কোনো লাইক বিজনেস নয় , দয়া করে মানবতার স্বার্থে একটা লাইক দিবেন অন্য কোনো উদ্দেশ্য নয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।