আমাদের কথা খুঁজে নিন

   

অসামান্যার কপালের সিঁদুর ও নগন্য আমি

প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!! অসামান্যার কপালের সিঁদুর ও নগন্য আমি অবেলায় মনে পড়ল তোমায় স্মৃতিতে ভাসল সেই অসামান্য মুখ আর হাসি তুমি তুমিই ছিলে “অসামান্যা” শেষ যখন তোমায় দেখে ছিলাম সেই মুখ খানা মনে আছে গোলাপী আভায় জরানো মুখ,ছোট্ট নাক ফুল তাঁতের শাড়ি দিয়ে মাথায় ঘোমটা তোলা তার ফাঁকে আমায় কটাক্ষকারী লাল সিঁদুর সিঁদুর মানুষকে অপরিচিতা করে তোলে সিঁদুর অনেক অজানা কথা বলে দেয় “অসামান্যা” জেনে রেখো কপালের সিঁদুরে সতীত্ব থাকে না কলংক থাকে চাপা তবুও সামান্য সিঁদুরের কাছে কত নগন্য আমি।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.