রুডইয়ার্ড কিপলিং ছিলেন ইংরেজি সাহিত্যের অন্যতম দিকপাল। তার যখন প্রথম সন্তান হয় তখন স্ত্রী ও নবজাতক সন্তানের সেবা করার জন্য একজন নার্স রেখেছিলেন। নার্স টির সেবাযত্নে তিনি খুব খুশি হয়েছিলেন।
কিন্তু তাকে নগদ কোন অর্থ বকশিস না দিয়ে তার সদ্য লেখা বইয়ের একটা পাণ্ডুলিপি হাতে তুলে দিয়ে বলেছিলেন,’ যদি তোমার টাকা পয়সার প্রয়োজন হয় তখন এটা হয়ত ভাল দামে বিক্রি করতে পারবে। ‘ এর বেশ কয়েক বছর পরে টাকার খুব দরকার পরে গিয়েছিল মহিলার।
কিপলিং এর এই পাণ্ডুলিপির নাম ছিল Jungle Book। মহিলাটি জৈনিক প্রকাশকের কাছে এই বই টির পাণ্ডুলিপি বিক্রি করে যে বিপুল পরিমান অর্থ পেয়েছিল তাতে তার বাকি জীবন আর কিছু করে খেতে হয় নি। ওই পাণ্ডুলিপি বিক্রির বিপুল অর্থ দিয়েই সুখে সচ্ছন্দে কেটে গিয়েছিল বাকি জীবন।
এই কিপলিং এর জীবনে আরও একটি বিস্ময়কর ঘটনা আছে। সেটি তার প্রথম জীবনের কথা।
তিনি একবার সানফ্রানসিসকো এক্সামিনার নামে একটি পত্রিকায় রিপোর্টারের চাকরি নিয়েছিলেন। কিন্তু চাকরিটি টিকলো না। সম্পাদক সাহেব তাকে ডেকে নিয়ে দুঃখের সাথে বললেন, দেখুন আপনিতো ইংরেজি ভাষা একেবারেই জানেন না। এ পত্রিকা তো শৌখিন মানুষ দের হাত পাকানোর কিন্ডারগার্ডেন না। অতএব আপনি আসুন।
অথচ তিনি হয়েছিলেন ইংরেজি সাহিত্তের একজন দিকপাল লেখক এবং ‘দা ম্যান হু উড বি কিং’ এবং ‘কিম’ এর মত সাড়া জাগানো গ্রন্থ গুলোর রচয়িতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।