আমাদের কথা খুঁজে নিন

   

“আত্মহত্যাই কেবল পারে এই জীবনটি বাচাতে”। জীবন যখন মরনের চেয়ে কঠিন - - --

এই মহিলার একটি জীবন ছিল , কিছু সপ্ন ছিল । আজ এসিড নিক্ষেপের পর থেকে নয়টি বছর তার জীবনের সব আলো যেন অন্ধকার হয়ে আসছে । তার চোখ দুটি অন্ধ হয়ে গেছে, বয়রা হয়ে গিয়েছেন। মুখের, বুকের , পিঠের চামরা গুলি গলে পচে পড়ছে । এক দুর্বিষহ জীবন বয়ে চলছে এই এই নারী ।

তাই সাতাশ বছর বয়সী এই নারী আজ নিজেকে হত্যার অনুমতি চেয়ে আপিল করেছেন ভারত সরকারের কাছে । আমি জানি না ধর্ম ও সমাজ কি বলে বা তারা আত্মহত্যা কে সাপোর্ট করে কিনা কিন্তু আমি শুধু মানুষ হিসেবে জানি এই মহিলার ম্রিত্যুতেই তার মুক্তি । মানবতার খাতিরেই তাকে আত্মহত্যা করার অনুমতি দেয়া প্রয়োজন । তার দায়িত্ব কে নেবে ? কি ভাবে বাচবে সে ? যখন আমরা একজন মানুষের জীবন ধারনের ব্যাবস্থা করতে পারব না তখন নিশ্চই তার ম্রিত্যুতে বাধা দেয়ারও অধিকার নেই । ফেইসবুকে ছবিটি দেখলাম এবং তার অবস্থার কথা শুনে খারাপ লাগল ।

তাই আপনাদের সাথে শেয়ার করলাম একজন মানুষ হিসেবে আপনারাও হয়ত আমার সাথে একমত হবেন । সত্তিই মাঝে মাঝে জীবনের চেয়ে মরন অনেক সহজ ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।