প্রদীপ হালদার,জাতিস্মর। একটা বাস গাড়ী। আর আছে একজন ড্রাইভার। যাতায়াতের পথ নির্দিষ্ট। প্রতিদিন ড্রাইভার বাস গাড়ীটি চালিয়ে নিয়ে যায়।
একটা নির্দিষ্ট জায়গা থেকে গাড়ীটি ছাড়া হয় এবং নির্দিষ্ট পথ অতিক্রম করার পর বাস গাড়ীটি থামানো হয়। গাড়ীটিকে চালায় একজন ড্রাইভার। চলার পথে কত লোকজন গাড়ীতে ওঠা নামা করে। বেশী লোকজন উঠলে গাড়ীর ভেতরের লোকজনদের কষ্ট হয়। কম লোকজন উঠলে গাড়ীটা হালকা লাগে।
সময় নির্দিষ্ট। এই সময়ে গাড়ী পৌঁছাতে পারে কিংবা নাও পারে। গন্তব্যস্থলে গাড়ী পৌঁছালে সব লোকজন নেমে যায়,তখন ড্রাইভারও নেমে যায়।
মানুষের শরীরে একজন ড্রাইভার আছে। ড্রাইভার শরীরটাকে যেদিকে নিয়ে যায় শরীরটাও সেইদিকে যায়।
চলার পথে মানুষগাড়ীর মধ্যে লোকজনের মতো খাদ্যখাবার পানীয় জল ঢোকে আবার চলার পথে তারা নেমেও যায়। পথ নির্দিষ্ট। সময়ও নির্দিষ্ট। মাঝে মাঝে মানুষগাড়ী থামে। তখন ড্রাইভার মানুষগাড়ীর মধ্যে থাকে।
গন্তব্যস্থলে মানুষগাড়ী পৌঁছালে খাদ্যখাবার আর পানীয় জল আর গাড়ীর মধ্যে ওঠে না। আর বিভিন্ন শক্তি মানুষগাড়ী থেকে নেমে যায়। ড্রাইভারও নেমে গিয়ে নিজস্ব গাড়ী তৈরী করে খাদ্য পানীয় জল অর্থাৎ প্যাসেঞ্জার না নিয়ে চলতে শুরু করে। এটা এখন ভূতগাড়ী। এরও চলার পথ আর সময় নির্দিষ্ট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।