আমাদের কথা খুঁজে নিন

   

বেলাকনিতে করল্লা চাষ করতে গিয়ে বিপদে আছি, সাহায্য চাই। (সাময়িকি সিরিয়াস পোষ্ট)

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ ভাই আমার ব্লগ লেখার দর্শন আলাদা। আমার যা ভাল লাগে তাই লিখি, আমার যা প্রয়োজন তার সাহায্য চাই। এতে আমি লাভবান হই আবার ইনজয় ও করি। ভাল টাইম পাস হয় আবার গম বেচা ও হয় টাইপ আরকি।

কিন্তু গুটি কয়েক ব্লগারের জন্য সেটা এখন সম্ভব হয় না। অনেকেই বিনা কারণে হেন তেন বলে মন্তব্য করে মাথা বিগরিয়ে দেয়, আরে ভাই আমার শহজ দর্শন। যাকে ভাল লাগে না তার ব্লগে ঢুকিও না। আরেকজনের কাজে ব্যাঘাত দেয়ার তুমি কে??? তুমিও স্বাধীন, সে ও স্বাধীন। এবার মূল কথায় আসি।

বিদেশে সব ধরনের সবজীই পাওয়া যায় তার পরও বাংলাদেশের কাঁচা মরিচ এবং করল্লা/উস্তা বেশ মিস করি। তাই এবার দেশ থেকে আসার সময় কিছু করল্লার বীজ নিয়ে আসি। অনেক যতনে তা তিনটি টবে লাগিয়ে দেই। একেকটি টবে পাঁচটি করে মোট ১৫টি বীজ। মাশাল্লাহ, কিছুদিন পরেই সুন্দর অংকুর বের হয় তার পর চারা তারপর এখন বেশ বড় হয়েছে।

তবে গাছ হয়েছে মাত্র ৮টি। প্রতিদিন বেশ সময় ব্যায় করি কি করে আরো ভাল যতন নেয়া যায়। বেশ সুন্দর করে চারিদিক থেকে কাঠি সেটে দিয়েছি যাতে ভর করে বেরে উঠতে পারে। বাসায় কেহ আসলেই তাকে দেখাই, পরামর্শ্ব চাই। কখনো রোদ বেশি লাগল কি না, না কি কম লাগলো এই নিয়ে সারাক্ষন চিন্তায় থাকি।

আমার চিন্তার মধ্য দিয়েই গাছ গুলো বেশ বড় হয়ে যায়। ছবিতে দেখুন, বীজ লাগানোর পর থেকে ১৮ দিনের মাথায় কত বড় হয়ে উঠেছে। যাই হোক, হটাত কেন যেন মনে হচ্ছিল গাছ তো দেখতে বেশ সবুজই লাগে কিন্তু কান্ডগুলো অত শক্তিশালী না। মনের ভিতর ভয় ঢুকে গেল কি জানি, কোন পুস্টির সমস্যা দেখা দিল কি না? মাটিতে হয়ত পুষ্টির অভাব। মন খারাপ হতে লাগল।

ধীরে ধীরে একটি টবের দুটি গাছের নিচের পাতাগুলো হলুদ হতে থাকল। আমি দারওয়ানকে ডেকে দেখালাম, বললাম মাটিতে গাছের খাবার নেই খাবার এনে দে। কিন্তু কী খাবার দেব বুঝাতে পারলাম না। কায়রোতে গরুর গোবর পাওয়া অসম্ভবের মত। দারোয়ান বলল, তাহলে আমি কবুতরের বিষ্ঠা এনে দিব।

হয়ত কাজ হবে। কিন্তু দারোয়ানের আর সময় হলো না। আজ কাল, আজ কাল করতে করতে আমার একটি টবের দুটি গাছ প্রায় মরেই গেল ;(। আজ দেখি শুকিয়ে গেছে। মনে হয় আর বাচঁবে না।

খুবই কষ্ট পাচ্ছি। এখন আমার আর পাচঁটি গাছ আছে। এগুলো মরে গেলে আমি ভীষণ কষ্ট পাবো। আমি কোন কোল কিণারা খুজে পাচ্ছি না। আপনাদের কারো অভিজ্ঞতা থাকলে শেয়ার করে এই হতভাগাকে সাহায্য করুন।

সবাইকে ধন্যবাদ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।