আমাদের কথা খুঁজে নিন

   

এই যে মেয়ে....... Written by Tania Hasan Khan

জানিনা তুমি কে, তবু তোমায় চেনা সহস্র বছরে। মা, বোন অথবা মেয়ে তুমি অনাদিকাল ধরে। তোমাতে লুকিয়ে রেখেছো প্রতিভার সহস্র মূল। বাতাসের অতটা প্রতিকূলে ফোঁটেনি যেথায় ফুল। এই মেয়ে, জেগে দেখ বাইরে নতুন ভোর, আজই এ আলোয় রেখ খুলে যত বন্ধ দোর।

নও তো শুধু নারী বোঝা সম ভারি, মানবী তুমি, জন্ম দিলে শত কোটি কান্ডারী। তবু অপমান সয়ে যাও তুমি নিরব নিভৃতচারী। ওরা ভিতু, ওরা নির্জীব কিসের করছো ভয়? ছিনিয়ে রাখ নিজ মান দূর করে সংশয়। তানিয়া হাসান খান সময়: সন্ধ্যা ৬:৪৪ মি. তারিখ: ১১। ৭।

১২ ইং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।