পুলাডা আমি বহুত সাধারন কইলাম।https://www.facebook.com/zubayer.dider ভাল একজন প্রেমিকা পাওয়া যতটা ভাগ্যের ব্যাপার ঢাকা শহরে ভাল একজন কাজের বুয়া পাওয়া মনে হয় তার চেয়ে বেশি ভাগ্যের ব্যাপার।সেই ভাগ্যের ভাগ্যবান্ একজন আমি।ফাঁকিবাজি যেইখানে জীবনের আদর্শ সেইখানে কিন্তু উনি মনে হয় এই শব্দটার সাথে পরিচিতই নন।একবেলা দুইবেলা নয় ফোন করলেই উসাইন বোল্ট এর মত দৌড়ে চলে আসেন,আমাদের কাছে টাকা না থাকলে সে টাকা ধার দেয় বাজার করার জন্য এমনকি সেই বাজার করে।চা এর কথা বললেই বাজার থেকে সে আমাকে দুধ চা এনে খাউয়ায়।একদিন মাত্র বলছি শকালে আমার পেট ভরেনা,তারপর থেকেই শকালে আমার জন্য ২ টা একস্ট্রা রুটি।কাল বলল মামা আপনার খালুরে একটা মোবাইল দিমু বলেনতো কি সেট দিব!তাকে আবার কে নাকি রাত্রে ফোন করে ডিস্টাব ও করে!সব শেষে বলব আমরা অনেক সময় বুয়াদের মানুষের চোখে দেখি না,গালিগালাজ অরি,একটু ভাবুন আপনি আপনার মেয়ের বা ছেলের প্রাইভেট টিওটর এর জন্য ৪০০০-৫০০০ টাকা খরচ করছেন তাও মাত্র ১২ দিনে,সিগারেট খেয়ে বাবার টাকা ছক্কা মেরে উরাসছেন কিন্তু একজন বুয়াকে ৩০ দিনে আর কয় টাকাই দিচ্ছেন। তবুও যদি তারা তাদের প্রাপ্য সম্মানটুকু না পায় তাহলে আমরা আমাদের বিবেকের কাছে পরাজিত বলব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।