ফেবুতে আছি এই ঠিকানায়: http://facebook.com/kaysar.shamil আবুল শব্দটি ইদানিং খুব পপুলার হয়ে গেছে আমাদের সাবেক যোগাযোগমন্ত্রীর কল্যানে, যিনি আমাদের দেশের সবচেয়ে উঁচু বংশ হিসেবে পরিচিত, সেই "চৈয়দ বংশের" মহান পুরুষ।
তাই তাঁর দুর্নীতি করার কেতাব চরিত্রও উঁচু লেভেলের।
হাজার কোটি টাকার কমে তিনি দূর্নীতি করেন না।
মন্দলোকে বলে, তিনি হাজার কোটি টাকা পদ্মা সেতু আর রাস্তা থেকে খেয়ে এখন টেলিযোগাযোগের মহা দূর্নীতির খাত, ভিওআইপি থেকে হাজার হাজার কোটি টাকা বাগিয়ে নিচ্ছেন ৪৯ ব্যান্ডউইথ আমাদের দিয়ে ইউজ করিয়ে, আর বাকি ২০০+ ব্যান্ডউইথ অবৈধভাবে ভিওআইপিতে খাটিয়ে।
যাহোক, যে যাই বলুক, আমরা তার ম্যাজিক টুথ পাউডারে মাজা ঝকঝকে দাঁতের কনফিডেন্ট হাসি দেখে আশান্বিত হতে চাই যে, এবারের প্রযুক্তি খাত সডকের চেয়েও বেহাল হবে না।
আজিকে আমার পেক পেক করার টপিক এই আবুল নহে। টপিক হলো আমাদের বর্তমান মন্ত্রীসভার সিনিয়র আবুল জনাব "মাল মুহিত" সাহেব।
যিনি ইংরেজি সাহিত্যের ছাত্র হয়েও অর্থনীতির মত জটিল বিষয়ের মন্ত্রী।
আসলেই তিনি একখান মাল। তা না হলে তিনি এই কাম করেন ক্যামতে? মাথার সব চুল কি এমনিতেই পৈরা গেছে নাকি? (আবার জিগায় টাইপের ইমো)
আজিকে তাহার কুনু সমালুচনা হপে না।
শুধু গুনগান আর গুনগান হপে। আমরা তাহার নামের অর্থ জানার চেষ্টা করিব।
তাবলিগে ৩দিন লাগিয়ে এসেছি।
সেখানে অনেক কিছুর সাথে সাথে য্যাহেনে খেয়াল আনার (মানে মনে ইনোভেটিভ চিন্তা আনার) পরামর্শ দেয়া হয় এভাবে যে, আপনে আল্লাহর বিভিন্ন কুদরত নিয়া চিন্তা করবেন। কার মনের এখনকার কি খেয়াল চলে, আমাকে বলেন।
আমার মনে যাহা চলিতেছিলো, তাহাই সুবোধ বালকের লাহান বলিয়া দিলাম। ***আম্রার অর্থমুন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেবের নামের অর্থ কিতা?
খাতেব বিরক্ত হইলেও জবাবে যাহা বলিলেন, তাহাতে চমৎক্রিত হয়ে গেলাম। *আবুল মাল আব্দুল মুহিত নামের অর্থ হলো:
আবুন মানে পিতা, মাল মানে সম্পদ, আব্দুল মানে গোলাম, মুহিত মানে পরিবেষ্টনকারী।
অর্থাৎ: "পরিবেষ্টনকারীর গোলাম, যিনি সম্পদের পিতা".
খেয়াল করে দেখুন, যেন উনার বর্তমান অবস্থার হুবুহু প্রকাশ পাচ্ছ তার নামের অর্থের মাধ্যমে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।