আমাদের কথা খুঁজে নিন

   

গতকাইল বিহালে এক লগে এক ঢিলে অনেক গুলো Tower মারলাম!!

ভালো মানুষ হবার জন্য ভালো ছাত্র হতে চাই..সেটার জন্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মাত্র... গতকাইল বিহালে ভার্সিটি থাকইয়া আমাগো স্যার QUBEE Network এর Dhanmondi Zone site এ Tower পরিদর্শন করাতে নিয়ে গেলো। যেটা কিনা পুরো Dhanmondi Zone এর জন্য Backbone Network। ওইখানকার Control Room সহ আশেপাশের জায়গাটি স্যার আমাদেরকে দেখালো সাথে কিছু হালকার উপর ঝাপসা বাণী শুনালো...Control Room এ BTS আর Main Router এর Function দেখে বেশ ভালোই লাগলো এবং নতুন অভিজ্ঞতাও হল। মজার ব্যাপার হল একটু পাশেই Grammenphone & Banglalink এর Tower ছিল সেটাও Visit করা হয়ে গেলো...তার মানে ব্যাপারটা হল এক ঢিলে অনেক গুলো Tower মারা...!!! এই হইল আমার এক লগে এক ঢিলে অনেক গুলো Tower মারার গল্প.... আফনেরা কিতা ভাবছিলেন... MaNy mAnY ThAnKs OuR Networking Sir- Mr. Abedin Mithu.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।