লক্ষ্যহীন ব্যাক্তির অন্তহীন পথে ক্লান্তহীন হেঁটে চলা > কে ? অন্ধকারে কে ?
> আমি ।
>'আমি'টা কে ?
> আমি মনুষ্যত্ব ।
> তো , রাতের আড়ালে কেন ? আর ঐ কোণাতে কি করো ? এসো , বেরিয়ে এসো । আলোতে এসো ।
> না , না আলোতে ভয় করে আমার ।
> তোমার তো আলো ভয় করার কথা না । তুমিই তো আলোর দিশারী ছিলে ।
> তোমরা মানুষরা পৃথিবী থেকে তাড়িয়ে দেবার পর আমি আর আলোর মুখোমুখী হয় নি । ঐ বহুদূর থেকে রাতের আড়ালে তোমাদের দেখতে আসি ।
> ও , আচ্ছা ! তো , কি দেখলে ? তোমাকে ছাড়া মানুষরা কেমন আছে ?
> বেশ ভালোই তো আছে ।
আচ্ছা , তোমাদের কি আমার কথা একটুও মনে পড়ে না ?
> হুম পড়ে তো ! তোমার কথা মনে পড়লেই মানববন্ধন , মিছিল , মিটিংএ নেমে পড়ি ।
> ব্যাস ! এটুকুতেই ক্ষেন্ত থাকো ?
> এর চেয়ে বেশী কি করবো ! আমাদেরও তো কাজ আছে ! আর এসবই বা কম কিসে !
> তাও ঠিক ! কথা মন্দ বলো নাই । তোমাদেরও কাজ আছে ! আচ্ছা , কেউ যদি জিজ্ঞেস করে , তোমার মনুষ্যত্ব কোথায় ? তখন কি বলো ?
> হা , হা ! এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর । তবুও যদি কেউ জিজ্ঞেস করে তাহলে মুখোশ তো আছেই! মুখোশ দেখিয়ে দেই ।
> ও হা ! তোমাদের মুখোশও বেশ কাজের ।
যেকোন সময় ধারণ করতে পারে ।
> হুম ! এটা খুব উপকারী ।
> শুনলাম , তোমরা নাকি বিবেককে বিসর্জন দিচ্ছো ? কাহিনী কি ?
> সত্য শুনেছো । প্রায় শেষ হয়ে এলো বলে । ঐ নিষ্কর্মটাকে রেখে লাভ নেই ।
কোন কিছুই করতে পারে না । এটাকে রাখলে শুধু ক্ষতি ছাড়া আর কিছুই হয় না । তাই সুনীল সমাজের লোকেরা অনেক মিটিং করে , অনেক মাথা ঘামিয়ে সিদ্ধান্ত নিয়েছে এটাকেও খতম করতে হবে ।
তারাই তো সমাজের মাথা । তাদের তো অমান্য করা যাবে না ।
কথায় আছে না , "জ্ঞানীরা যা বলে , বুদ্ধিমানেরা সেই মতে চলে"।
> তোমরা বেশ বুদ্ধিমান বটে ।
> বুদ্ধিমান না হলেই কি সৃষ্টির সেরা জীব হই ।
> আচ্ছা , অনেক কথা হলো । এবার যাই ।
আলো আসলো বলে । আবার আসবো অন্য কোন বেশে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।