ফেসবুকে কিছু স্বঘোষিত প্রতিবাদী, সত্য প্রকাশকারী পেজ আছে যাদের প্রধান কাজ ভারত/পাকিস্তান ইস্যু নিয়ে পোস্ট দিয়ে ফ্যানদের আকর্ষণ করা আর কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে অন্ধভাবে প্রতিবাদ করা। গত কয়েক মাস ধরে বুয়েট এ যে আন্দোলন চলছে তার কোন খবর এদের পেজ এ পাওয়া যায় না। কারন বুয়েট ভারত, পাকিস্তান, আওয়ামীলীগ, বিএনপি, জামাত এর পা চাটা কুকুর না কিন্তু এই সব পেজ প্রকৃত পক্ষে একটি দলের দোষ ধরে যায় বাকিরা যেন তুলসি পাতা ধোয়া। তারমানে এরা একটি দলের পক্ষে কাজ করে আর তাই নিরপেক্ষ বুয়েটের খবরে তাদের কোন ভাবাবেগ নাই। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান আজ ধংসের মুখে অথচ এই সব পেজের অ্যাডমিনদের তাতে কোন মাথা ব্যাথা নাই।
তারা সরকারের হাজার হাজার কাহিনী জগার করতে পারে অথচ চোখের সামনে নির্লজ্জ ভিসির কাহিনী তাদের চোখে পরে না। সরকারের এখানকার কাহিনীতে তাদের উৎসাহ নাই। কারন বুয়েট তাদের ২-৩ বছর পর কোন সুবিধা দিবে না। তাদের দেশপ্রেম অন্য জায়গায়, যেখানে আছে রাজনীতির নোংরা খেলা। আর তাই এখন পর্যন্ত এই সব দেশপ্রেমিক সত্যবাদী(!), সত্যান্বেষী(!)...দের কোন প্রতিক্রিয়া নেই।
কথা গুলা রাগের মাথায় লেখা তাই উল্টাপাল্টা মনে হতে পারে কিন্তু এইসব অপ্রিয় সত্যবাদী,খবর লিক্স করা পেজদের চুপ থাকা দেখে মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।