বৃথা হয়রানি ইদানীং মোবাইলে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে ছড়া লিখছি। স্রেফ সময় কাটানো আর কি। এরকম কটা এখানে দিলাম।
১.
সনদ আছে বলতে পারি
মানুষ আমি মন্দ না,
হাতে শুকনো রক্ত আছে
এমন তীব্র গন্ধ না।
বললে হলো কসাই আমি
লোকজন ত অন্ধ না,
সব দামড়া করছে আমার
পায়ে এসে বন্দনা।
।
২.
গোধূলির চোরা রোদে পাশে বসে সুরমার
সবকিছু করে গেলে মুহূর্তে চুরমার।
ব্যাথার প্রকাশ যেন পশ্চিম আকাশে,
হেসে উঠে মরা চাঁদ অন্তিম বাঁকা সে।
বোল্ডার বাঁধা পাড় ঘা দেয় ঢেউ
পোড়া কলিজায় যেন পা দেয় কেউ।
৩.
এক মাথা চুল আর
এক গোছা দাড়ি,
নিজেকে ভাবছ বুঝি
কার্ল মাক্স ভারী।
চাইলে হাঁড়িখানা
ভেঙে দিতে পারি,
বাইরে পুরুষ তুমি
ভেতরে তে নারী।
শ্লোগানে মুখর কর
গলা বেশ ভারী,
প্রতিরোধে পিঠটান
নিরাপদে বাড়ি। ।
৪.
চোখের বদল চোখ তুলেছি তাই ত এখন অন্ধ
আমার পিঠে ডানা আছে বাতাস শুধু বন্ধ।
মৃত্যু নামের ধূপের কাঠি ছড়ায় আজো গন্ধ
অনেক ঠকে বলছি এবার হিংসাটা হোক বন্ধ।
।
৫.
এমন জীবন পেলাম ভাবুন
আটটি প্রহর কায়দা কানুন
পান্তা হলে জুটে না নুন
নো problem লাইনে থাকুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।