চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর ছবিতে দোয়া মোনাজাত চলছে..বাজারে আস্থা ফিরিয়ে আনা সম্ভব হলে দু’ একটি পদ্মা সেতুর টাকা শেয়ার মার্কেট থেকে নেয়া সম্ভব ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে একটু নজর দিবেন কি? দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। আর অব্যাহত এই দরপতন ঠেকাতে এবার আল্লাহর সাহায্য কামনা করে ‘জিকির’ কর্মসূচি পালন করছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিনিয়োগকারীরা এই অভিনব কর্মসূচিতে অংশ নেন। বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশিদ বলেন, ‘বাজারের ধারাবাহিক দরপতনে আমরা এখন কারও প্রতি আস্থা স্থাপন করতে পারছি না। তাই আমরা এখন জিকির করে আল্লাহর ওপর আস্থা রাখার জন্য এ জিকির করছি।’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।