আচ্ছা, বলতে পারেন একজন মানুষের মানসিক শক্তি কতটুকু ? জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একজন মানুষ কতটুকু সময় ধৈর্য ধরে রাখতে পারেন ? "ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে বাচতে চায়" ৩১ বছর বয়স্ক তানাওত প্রাতুম খড়কুটো ছাড়াই এটলান্টিক মহাসাগরে ১০ ঘন্টা ভেসে ছিলেন ! চলুন শোনা যাক তার মৃত্যুর সাথে লড়াই করার গল্প আর তাকে উদ্ধারের নেতৃত্বদানকারী এক বাংলাদেশি ক্যাপ্টেন এর রোমাঞ্চকর অভিযানের কথা Maersk Line এর সিঙ্গাপুর রেজিস্টার্ড জাহাজ Maersk Bintan, জাহাজটির কমান্ডে আছেন বাংলাদেশি ক্যাপ্টেন মোহাম্মাদ ইশফাক-ই-এলাহি এটলান্টিক এর বুক চিড়ে এগিয়ে জাওয়া জাহাজটি ছেড়ে এসেছে পানামা, পরবর্তী গন্তব্য স্পেন এর আলজেসিরাস বন্দর ২৩শে জুন শনিবার, জাহাজের আরেকটা ব্যাস্ত দিনের শুরু প্রাতঃকালীন কাজ শেষে তানাওত প্রাতুম গিয়েছিলেন জাহাজের ডেকে, এটলান্টিকের মুক্ত বাতাসের খোঁজে একসময় তানাওত কিছুটা ডিজি বোধ করেন , নিজের ভারসাম্য ঠিক রাখতে জাহাজের রেলিং ধরার চেষ্টা করেন শেষ রক্ষা হয় না তানাওতের, অজ্ঞান হয়ে পরে যান অতলান্তিক এটলান্টিকে ক্ষণিকেই জ্ঞান ফিরে পান তানাওত, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আটলান্টিকের বুকে তানাওতকে পিছেনে ফেলে 22 Knots ( ঘন্টায় প্রায় ৪০.৮ কিঃমিঃ ) গতিতে এগিয়ে যায় Maersk Bintan তানাওতের চিৎকার কেউ শুনতে পায় না, জাহাজটির দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকা ছাড়া তানাওতের আর কিছুই করার ছিল না এক সময় Maersk Bintan তানাওতের দৃষ্টিসীমার বাইরে চলে যায় সুদূর থাইল্যান্ডে রেখে আসা তিন মাস বয়সী ছেলে আর আট বছর বয়সের মেয়ের কোমল মুখ ভেসে উঠে তানাওতের চোখে ! প্রিয়তমা স্ত্রী আর পরিবারের প্রিয় মুখগুলো আর একবার দেখবেন বলে আশায় বুক বাঁধেন তানাওত দীর্ঘদিন সমুদ্রে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগান তানাওত একে একে খুলে ফেলেন গায়ের পোশাক আর পায়ের জুতো বারমুডা থেকে ৫২৫ নটিক্যাল মাইল ( প্রায় ৯৭০ কিঃমিঃ ) দূরে এটলান্টিক এর উষ্ণ পানিতে ভেসে থাকার চেষ্টা করেন তানাওত জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার এক সময় খোজ করেন তানাওতের সহকর্মীরা জাহাজের কোথাও খুঁজে পান না তানাওতকে জাহাজের চিফ কুক নিশ্চিত করেন , আজকে তানাওত ব্রেকফাস্ট করতে আসেন নি নিশ্চিত হবার পরে সেকেন্ড ইঞ্জিনিয়ার ক্যাপ্টেনকে জানান যে, জাহাজের কোঁথাও তানাওতকে খুঁজে পাওয়া যাচ্ছে না নেভিগেশন ব্রিজে এসে ক্যাপ্টেন ইশফাক জাহাজের দিক ঘুরান GMDSS এর মাধ্যমে সাহায্য চেয়ে আশেপাশের জাহাজ ও নিকটবর্তী MRCC তে Distress Alert পাঠানো হয় Williamson Turn এর মাধ্যমে ক্যাপ্টেন ইশফাক জাহাজের পূর্ববর্তী ট্র্যাকে ছুটে চলেন তানাওতের খোঁজে USCG, Drift Simulation Technology ব্যবহার করে ক্যাপ্টেনকে একটা সম্ভাব্য স্থান দেন সার্চ করার জন্য ততক্ষণে আশেপাশের ছয়টি জাহাজ ও MRCC থেকে একটি উদ্ধারকারী বিমান ক্যাপ্টেন ইশফাকের আহবানে উদ্ধার অভিযানে ছুটে আসে অসহায় তানাওত তখনো হাল ছেড়ে দেন নি , দূরবর্তী চলমান জাহাজের দিকে সাঁতরে গিয়েছেন কখনো , কখনো বা নেড়েছেন দু হাত .........কারো নজরে পড়েননি তানাওত অবশেষে বিকাল ০৩:৩৮ মিনিটে M.V Stalo নামক সাহায্যকারী জাহাজের নজরে পরেন তানাওত M.V Stalo থেকে ক্যাপ্টেন ইশফাক কে তানাওতের অবস্থান নিশ্চিত করা হয় Maersk Bintan এর ক্রুরা Rescue Boat দিয়ে তখন পানি থেকে তুলে আনেন তানাওতকে ততক্ষণে পেরিয়ে গেছে ১০ টি ঘন্টা......তানাওতের অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানে যমদূত উদ্ধার অভিযানে অংশ নেওয়া সকল জাহাজ ও বিমানকে ধন্যবাদ জানান ক্যাপ্টেন ইশফাক ক্যাপ্টেন ইশফাকের কাছে পরবর্তীতে তার অনুভূতি জানতে চাওয়া হলে তিনি বলেন " Miracle Happens and Life has taken over the Death" Youtube এ আপলোড করা ভিডিওটি দেখতে পারেন এখনে অফিসিয়াল ভিডিওটি দেখতে পারেন এখানে আরো পড়তে পারেন এখনে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।