আমাদের কথা খুঁজে নিন

   

চাপাইয়ের আম কিনে মান সন্মান ডুবতে বসেছে.....................

এবছর আমার ওয়েব সাইটের মাধ্যমে অর্ডার নিয়ে বেশ কিছু কাস্টমার কে আম পাঠাইলাম । ভালই চলছিলো, বিদেশ থেকে ৩ অর্ডারের ডেলিভারী সম্পন্ন করছি । সৌদী প্রবাসী (নাম উল্লেখ করলাম না) এক বড় ভাই ৭০ কেজী ফজলী আমের অর্ডার দিয়েছিলেন । তার চাহিদা ছিলো আম গুলো যেন ১০০% ভাগ কেমিক্যাল ফ্রি হয় কারন এই আম গুলান তার বাচ্চারা খাবে । আমিও তার কাথা রক্ষা করার জন্যে চাপাইএর পরিচিত লোকের মাধ্যমে আম আনিয়ে পাঠাই ।

কুরিয়ারের দেয়া সময় মতই আমার পাঠানো আম জায়গা মত পৌছে যায় । আম পাকা শুরুর পরেই আমের বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে । যেমন বেশ কিছু আমের ভিতরে সাদা, কিছু আম কম মিস্টি, কিছু আম আঠির কাছথেকে পচন ধরেছে । আমের উপরে দেখতে খুবই সুন্দর ছিলো কিন্তু ভিতরে একি । আমি তো পথে বসে গেলাম ।

যদিও প্রবাসি ভাই আমার উপরে আস্থা রেখেছেন । কিন্তু আমার নিজের অজান্তেই কি বড় ভুল করে ফেল্লাম । কান ধরছি আর কোন দিন চাপাইএর আম কাউকে পাঠাবো না । এর চাইতে আমাদের বানেশ্বরের আম বেসি মিস্টি না হোক পানসে হয় না । http://www.bdagromarket.com/ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.