আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল/সেলফোন সংক্রান্ত কিছু টিপস্‌

সেলফোন সেটের প্রধান দু'টি অংশ হচ্ছে ব্যাটারি এবং এর নিজস্ব মেমোরী। প্রথমেই ব্যাটারি প্রসঙ্গ: ১. নতুন সেট ব্যবহারের আগে সেট বন্ধ রেখে ফুল চার্জ করে নিন (সেটের ম্যানুয়াল দেখে নেয়া ভাল)। এটা অপরিহার্য। ২. ঘনঘন সেট চার্জ করবেন না। ৩. ব্যাটারির সবগুলো সেল যেন ভাল থাকে তাই মাসে অন্তত দু'বার সেল ফোনের চার্জ সম্পূর্ণ শেষ করে তারপর ফুল চার্জ করুন।

(এটি ব্যাটারি চালিত অন্যান্য যন্ত্র যেমন ল্যাপটপ'র জন্যও প্রজোয্য। ) ৪. মোডেম হিসাবে ব্যবহার করলে চার্জার যুক্ত না করাই শ্রেয়। ৫. সেট পানিতে ভেজা মাত্র ব্যাটারি খুলে ফেলুন এবং ভাল রিপেয়ার শপে নিয়ে রিপেয়ার না করানো পর্যন্ত ভুলেও ব্যাটারি বা চার্জারের সাথে সেটের সংযোগ ঘটাবেন না। ৬. টাচপ্যাড ফোনের কাছাকাছি শক্ত বা ধাতব কিছু রাখবেন না। ৭. সেটের মেমোরী যত বেশি খালি রাখবেন এর প্রসেসিং টাইম তত কমে যাবে।

৮. রিপ্লেসমেন্টের সময় অরিজিনাল এক্সেসরিজ কিনুন। যেমন নকিয়া সেটের জন্য নকিয়া স্টোর থেকে ব্যাটারি কেনা। দাম বেশি পড়লেও দীর্ঘদিন ভাল সার্ভিস পাবেন। ৮. সর্বশেষ- সেটে কোনো ত্রুটি দেখা দিলে বা সার্ভিসিংয়ের দরকার পড়লে স্বনামধণ্য বা ঐ ব্রান্ডের কোনো রিপেয়ার/সার্ভিস সেন্টারে যান। তাঁরা সার্ভিস চার্জ বেশি রাখলেও আপনার শখের সেটটি সঠিক উপায়ে ঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

কোনো টিপস্‌ আপনাদের কাজে লাগলে আমার ভাল লাগবে। ভাল থাকুন, আনন্দে থাকুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।