বুকে জমা ---- দীর্ঘশ্বাস কারাগারের গরাদে মাথা কুটে মরা আমার বাক স্বাধীনতা । শোষকের ভয়ে বিনীত- কাপুরুষের মতো -- জীবন যুদ্ধে পরাজিত আমরা। এই পদ্ধতিতে কিচ্ছু লাগবে না। কোন প্রক্সি- মক্সী - অ্যাড অন , আইপি হাইডার কিচ্ছু লাগবে না। আমাদের দেশে ইন্টারনেটের যে অবস্থা - তাতে প্রক্সি , আইপি হাইডার ইত্যাদি ইউজ করলে গতি কইমা যায় ।
এমনিতে কচ্ছপ গতির ইন্টারনেট - তার উপর "মরার উপর খাঁড়ার ঘা" প্রক্সি - আইপি হাইডার ইউজ করলে আর গতিই থাকে না।
যাই হোক কাজের কথায় আসি----
প্রথমে আপনি গুগলে ঢুকুন। যে বিষয়ে ভিডিও দেখতে চান সে বিষয়ে সার্চ দেন।
ধরেন, আমি শিরোনামহীনের "বন্ধজানালা " গানটির ভিডিও দেখতে চাই। এইজন্য প্রথমে গুগলে যেয়ে নিচের ছবির মতো সার্চ দেই>
আসলে, যে বিষয়ে ভিডিও দেখতে চাই সে বিষয় টা লিখে ইউটিউব লিখে দিলেই হলো।
এরপর নিচের ছবির মতো সার্চ রেজাল্ট আসবে। যে ভিডিওটা দেখতে চান
সেই ভিডিওটার লিঙ্কটা কপি করেন। ( ছবির মতো )
এরপর কপি করা লিঙ্কটা পাশের ট্যাব ওপেন করে তাতে পেস্ট করুন।
এখানে লিঙ্কটা হচ্ছে http://www.youtube.com/watch?v=-EfKqIMW2RI
আপনি শুধু www. এর পরে ss ( দুটো ছোট ss যোগ করে দিবেন)
তাহলে লিঙ্কটা দাঁড়াবে - www.ssyoutube.com/watch?v=-EfKqIMW2RI ।
এবার এন্টার চাপুন।
তাহলেই একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটটি থেকে আপনি ভিডিও দেখতেও পারবেন সাথে ডাউনলোডও করতে পারবেন।
এখন থেকে আর, সারাদিন প্রক্সি - আইপি হাইডার - ইত্যাদি ইউজ করা লাগবে না। এতে গতিও কমবে না। আরামে ব্রাউজ করতে পারবেন।
আর কি চাই???
_____________________________________________________________________
এক্সট্রা টিপসঃ র্যাপিডশেয়ার, ফাইলফ্যাক্টরি থেকে ফ্রী ডাউনলোড করার পদ্ধতি!!!!
জলের মতো সহজ -
sfrom.net/ লিখে র্যাপিডশেয়ার বা ফাইলফ্যাক্টরির ডাউনলোড লিঙ্ক টা পেস্ট করে দিবেন।
মানে -- ডাউনলোড লিঙ্ক যদি http://rapidshare.com/files/408579189/fb2epub_1_0_35.zip.html এইটা হয়--
তাহলে আপনি লিখবেন - sfrom.net/http://rapidshare.com/files/408579189/fb2epub_1_0_35.zip.html
ফাইলফ্যাক্টরির ক্ষেত্রে এমনি।
যদি এটুকু কষ্ট করতেও না মন চায়-- তাহলে আপনি সরাসরি http://en.savefrom.net/ এই ওয়েবসাইটে চলে যান।
ডাউনলোড লিঙ্কটা পেস্ট করে দিন-- এবং ডাউনলোড বাটনে ক্লিক করুন --ডাউনলোড করুন সর্বাধিক গতিতে।
এছাড়া ফেসবুক থকে শুরু করে মেটাক্যাফে - অনেক সাইট থেকেই এই সাইট ডাউনলোডের সুবিধা দেয়--
যে সাইট থেকে ডাউনলোড করতে চান।
সে সাইটের উপর ক্লিক করুন। তাহলে- আপনাকে ডাউনলোড করার পদ্ধতি দেখিয়ে দিবে।
_____________________________________________________________________________________________________
এছাড়া ,যদি সবসময় ইউজ করতে চান তাহলে আপনার জন্য আছে এই ওয়েবসাইট সেভ ফ্রম নেটের - অ্যাড অন ।
আর যারা মেইন ইন্টারফেস সহ ইউজ করতে চান, তাদের জন্য রয়েছে বিভিন্ন আইপি হাইডার সফটওয়্যার। এইগুলো বেশি বেশি করে ইউজ করেন-- ইন্টারনেটের গতি বেশি বেশি করে কমিয়ে ফেলুন।
অবশ্য , আমরা বাঙালি জাতি একটু স্লো মোশনে কাজ কাম করতে পছন্দ করি। আপনিও করেন। কুনো সমস্যা নাই।
এর আগে আমার আরো দুটি টেকি পোস্ট-
☑*~*~♣ IP দিয়ে খুঁজে বের করে ফেলুন পৃথিবীর যে কাউকে B:-) ♣~*~* ツ
আর
আমরা যেইসব সফটওয়্যার ব্যাবহার করি,তার অরজিনাল দাম শুনলে অনেকেই হার্ট অ্যাটাক করতে পারেন তাই,এই পোস্ট দুর্বল চিত্তের ব্যক্তিদের জন্য নহে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।