আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাপি বার্থডে ইউটিউব ও সাথে কিছু ঐতিহাসিক ইউটিউব ভিডিও

পেতে চাই সত্যের আলো, হতে চাই বিশ্বাসীদের একজন বিশ্বসেরা ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব (http://www.youtube.com) সাত বছরে পা দিল। জনপ্রিয় এ ভিডিও ওয়েবসাইটটির সহ-প্রতিষ্ঠাতা বাংলাদেশি জাওয়েদ করিম প্রথম ‘মি অ্যাট দ্য জো’ নামের একটি ১৯ সেকেন্ডের ভিডিও দিয়ে শুরু করেন ইউটিউব। ইউটিউবের বার্থডে উপলক্ষ্যে আপলোড করা হয়েছে বিশেষ ভিডিওঃ জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে থাকা এ ওয়েবসাইটে বর্তমানে প্রতি মিনিটে ৭২ ঘণ্টা ভিডিও আপলোড করা হয়! এ ছাড়া প্রতি মিনিটে তিন দিনের সমান ভিডিও আপলোড হচ্ছে ইউটিউবে। প্রতিদিন ৪০০ কোটি ভিডিও দেখা হয় সাইটটিতে। প্রতি মাসে ৩০০ কোটি ঘণ্টা এ সাইটে অতিবাহিত করেন ব্যবহারকারীরা এবং বিশ্বের বর্তমানে ৮০ কোটি মানুষ নিয়মিত ইউটিউবে ভিডিও দেখেন।

গত বছরে ইউটিউব ১ ট্রিলিয়ন বার দেখার রেকর্ড করে। ২০০৫ সালে চালু হওয়া ভিডিও দেখার এ সাইট ২০০৬ সালে কিনে নেয় বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। ইউটিউবের এক মুখপাত্র বলেন, ‘আমরা দারুণ গতিতে এবং দারুণভাবে এগিয়ে যাচ্ছি। ব্যবহারকারী নানা ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করে চলছেন, যা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। ইউটিউবের এ অগ্রযাত্রায় দারুণ অগ্রগতি হলেও এখন পর্যন্ত সে পরিমাণ লাভের মুখ দেখেনি গুগল।

তবে বিশ্বের ভিডিও দেখার সেরা সাইট হিসেবে ইউটিউবের এ অগ্রযাত্রার সঙ্গে লাভের পরিমাণ যুক্ত করতে গুগল বেশ কিছু উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ইউটিউবের ক্রমাগত জনপ্রিয়তাই বলে দিচ্ছে ঠিক পথেই এগোচ্ছে সাইটটি। আজকের এই দিনে আসুন দেখে জাওয়েদ করিমের আপলোড করা ইউটিউবের প্রথম ভিডিওঃ ইউটিউবের সবচেয়ে বেশীবার দেখা ননমিউজিক্যাল ভিডিও "charlie bit my finger" আর সবচেয়ে হিট মিউজিক্যাল ভিডিও "baby-justin bieber" (হিট ৭৪ কোটি ছাড়ায় গেছে)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.