আমাদের কথা খুঁজে নিন

   

ডোরেমনের সিডি কিনেছি।। সিডি টা ১ মাস ধরে দেখলে যা যা পাবেন

ডোরেমন এর একটা সিডি কিনেছি , ১ মাসে হিন্দি শেখার অনন্য কোর্স হতে পারে এটা । আমার ভাগ্নি নিধি পারসে, আপনি কেন না ? আজ ই ্যোগাযোগ করুন আপনার আশে পাশের সিডির দোকানে। এই কোর্স করলে কিকি পাবেন ঃ ১) শাহ রুখ খানের রোমান্টিক মুভির প্রেমের ডায়ালগ শিখতে ্পারবেন ২ )সালমান খানের হুট হাট জামা খুলে ফেলার কারন ধরতে পারবেন ৩) আমির খান কেন সিনেমা করলেই হিট হয় আনুধাবন করবেন ৪ )আপনি আরো জানতে পারবেন ,কেন আমিতাভের ছেলে হয়েও আভিশেখ ব্যর্থ ৫) কেন সানি দেওল আর ববি দেওল মার্কেট আউট ৬) কেন রানবির কাপুর সুপার হিট, আর তুশার কাপুর ফ্লপ ৭)কেন রানি ,প্রিতি আর ভাত পাইনা আর কেন কাজল মা হয়েও হিট ৮)কেন কমেডি করে আক্ষ্যয়, জন, সঞ্জ্যয় আর রিতেশ মাতাচ্ছে, আর শূন্য স্থান পুরন করতে গিয়ে শাহরুখ খান একশন সিনেমায় ধরা খাচ্ছে। ৯ )যারা DDS এর ছাত্র,তারা পিপলি লাইফ, স্ট্যনলি কা ডাব্বা , কাহানি, বোল এবং একই ধরনের সিনেমা দেখে পোভার্টি, চাইল্ড ইঊথ এবং জেন্ডার সহ বিভিন্নো কর্সে পেতে পারেন ভাল নাম্বারের নিশ্চয়তা। ১০) আপনি আরো পারবেন চ্যট করার সময় আপনার ইন্ডীয়ান বন্ধুদের ভড়কে দিতে, এবং তাদের পেজ এ গিয়ে দু চারটা কথা বুঝতে ১১ )আপনি শিখতে পারছেন বিশ্বের অন্যতম শক্তি শালী দেশের ভাষা, ্যে ভাষায় এবারের লন্ডন অলিম্পিকের উদ্ভদনী সংগীত গাওয়া হবে ১২) আপনি আর বুঝতে পারবেন, আইপি এল দেখার সময় যে এডভার্টাইজ গুলা হয় , তা কি বিক্রির জন্য।

১৩) আপনি হিন্দি ভাষার শিখলে বুঝতে পারবেন পাকিস্তানি খেলোয়ার রা পুরোস্কার নেয়ার সময় কি বলে ( কারন তারা ইংরেজিতে কাচা), যেহেতু উর্দু আর হিন্দি দুটি ভাষা প্রায় কাছা কাছি। ১৪)আপনি নতুন একটা ভাষা শিখলেন , আর কি , সিভিতে দিয়ে দিয়েন। আমি দিসিতো। সব শেষে , রাজ মুকিত কে ইন্ডিয়ার দালাল ভাববেন না । এত কিছু তো আমি ঢালিউড নিয়ে লিখতে পারবো না তাই বলিঊড কে বেছে নিলাম।

যায় হোক ,২ সপ্তাহ আগে ডরিমোনের সিডিটা ১০০ টাকা দিয়ে কিনেছি। কেউ জানেনা , কারন ভাই আমি তো প্রচার বিমুখ । লেখা টা বুঝার চেষ্টা করবেন। আমার আবার পরীক্ষা চলছে, তা না হলে, ধরে ধরে বুঝাই দিতাম । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।