আমরা সকলে ফেসবুকের লাইক বাটন এর সাথে পরিচিত।ফেসবুকের কোন বন্ধুর wall writing ভাল লেগেছে কিন্তু কমেন্ট করতে ইচ্ছে করছে না তখন আমরা লাইক বাটন ক্লিক করে জানিয়ে দিই যে তার wall writing ভাল লেগেছে। আপনি চাইলে এখন থেকে এই লাইক বাটন আপনার ব্লগের পোষ্টের শুরুতে কিংবা শেষে কিংবা যেখানে ইচ্ছে লাগাতে পারেন। যেভাবে করতে হবে: ১) ফেসবুক ডেভলপার এ যান। ২) Social Plugins এর কোডটি কপি করুন। ৩) কপি করা কোড পেষ্ট করে দিন আপনার ব্লগ পোষ্টের শুরুতে কিংবা শেষে কিংবা যেখানে ইচ্ছে। ৪) "http://example.com" এই অংশটুকুর পরিবর্তে আপনার ব্লগের url দিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।