আমাদের কথা খুঁজে নিন

   

কিছু অগুছালো স্বপ্ন ও ছবির অনুভূতি !! (আমার প্রেম ! তোমাকে ঘিড়ে বেচেঁ থাক !! ) কিছু কুড়ানো ভালোবাসা !!

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! ১) আমার প্রেম ! তোমাকে ঘিড়ে বেচেঁ থাক !! একটা লাল ঠোঁটের টিয়ার লাল টকটক করা একটা মরিচ খেতে দেখার অনন্দের মতো বেঁচে থাক !! মাছরাঙ্গা পাখির ছোঁ মারাঁর যে নিপুনতা তার মতো বেচেঁ থাক !! একা রাতের নীল জ্যোৎস্নার মতো বেচেঁ থাক !! খুব মন খারাপের মুহুর্তের তোমার ব্যার্থ চেষ্টা মন ভালো করার মধ্যে যে আনন্দ তার মতো বেচেঁ থাক !! তোমাকে ঘিড়ে যে কৌতুহল তার মতো বেচেঁ থাক !! আমার প্রেম না পাওয়ার যে আকুলতা তার মধ্যে বেচেঁ থাক !! আমার প্রেম তোমার ভালো লাগার মধ্যে বেচেঁ থাক !! শিশির ভেজা ঘাসের মতো বেচেঁ থাক !! শুভ্র রোদের মতো বেচেঁ থাক!! আমি যত-দিন বেচেঁ থাকবো আমার প্রেম তত দিন আমার মতো করে বেচেঁ থাক এবং তোমায় শুধু ভালোবেসে যাবে !!! ২) ঘাসের শিশিরে পা ডুবিয়ে , স্মৃতি রোমন্থনের আনন্দও !! রাতের নিসঙ্গতায় ঝিঁ ঝিঁ এর সাথে কথপকথন, স্মৃতির রোমন্থন সেই আনন্দও !! একা চাঁদের সাথে তার কষ্ট জ্যোৎস্নার গল্প শুনার ছলে নিজের স্মৃতির রোমন্থন সেই আনন্দও !! উপুড় করা আকাশের শূন্যতা দেখে , আমাকে বাকরূদ্ধ করে আর ভাবায় যাদের মনে নেই সেই আনুভূতি তারা কি ? অতি বাস্তবমুখী নাকি অভাগা ৩) আমি বারবার সরে দাঁড়িয়েছি !! যতবার ভালোবাসা প্রসঙ্গ আসুক তোমাদের ভালোর জন্য আমিই সরে দাঁড়িয়েছি !! আমি সত্যি এখনো ভাবি যদি আমার স্বার্থপরত্বায় সরে যেতাম তাহলে ভালোবাসার ক্ষীণতা আমার মধ্যে ছিল না বলে মেনে নিতাম কিন্তু তুমি কিংবা তোমাদের ভালো এর জন্য বারবার নিজেকে জলাংজল্লি দিয়েছি !! এইহাই হয়তো সত্যি ভালোবাসা যে নিজের স্বার্থ ত্যাগ করে তোমার ভালো কামনা করেছি বারবার !! আমি তো জানি যে নিজের স্বার্থ দেখে সরে যায় সে বারবার সরে যাবে !! আর যে অন্যের স্বার্থের দিগ খেয়াল করে ত্যাগ স্বীকার করে সেই না সত্যিকারের ভালোবাসতে যানে !!! ৪) বুনো ফুলের গন্ধে বুক ভড়ে মেঠোপথে হেঁটেছি দুজনে পথ ফুরালো আমাদের , তবু চলা তো ফুরায় না !!! একজন মনে হয় বোনাস পাইছি লু ৫)তুমি নীলে মিশেছো আমার জন্য? -না তোমার কপালে নীল টিপটা আকাশ বুজি দিয়েছে ? -হ্যাঁ আমার অনেক দিনের আশা ছিল তোমায় নীল নীলে দেখবো । -তোমার জন্য না । আমি জানি আমার জন্য কখনও ফুল ফুটে না , গহীন বনে কালো বিষাক্ত কেওকেটা আমার শরীরে বিষ ডালবে না । আকাশটাকে অমলেটের মতো চিরে চিরে খুরে খুরে খাবলিয়ে যেমন বৃষ্টি ঝড়ে । ।

আমি তাতে ভাসি চিনেবাদাম এর খোসার মতন । । আমার এই পথ চলা তোমার জন্য । । ।

তুবও আমি হাজার অবহেলার ক্লান্ত পথিক তোমার পথও পানে চেয়ে খাকি । । না হয় পূরণ না হোক স্পর্শ । তাতে কি না পেলাম তোমায় তবুও তোমায় তো দেখলাম , , , তাতেই এক সুমদ্র তৃষনা মেটলো । ।

৬)এমন এক রাতে আকাশ কে চুম্বন খেয়ে বসেছিলাম জ্বলন্ত কয়লা এ যেন আমার ঠোটঁ রাখলাম কি হলো ? বলতো ? এখনও পুড়তে আছি আমি !! পুড়বো অনন্তকাল । । এর কনো ক্ষমা নেই । থাকে না । ।

। ৮) ভাবো এখানে কনো স্বর্গ নেই এইটা খুবই সহজ যদি তুমি চেষ্টা কর কোন নরক নাই আমার নিচে আমার উপরে শুধু সাদা আকাশ ভাবো সকল মানুষ বাচেঁ আজকের জন্য !!! ভাবো এখানে কনো দেশ নেই এমন ভাবা কঠিন না হত্যা অথবা মরার কনো কারন নেই কনো ধর্ম নেই ভাবো সকল মানুষ বাচেঁ আজকের জন্য !!! তুমি হয়তো বলবে আমি একজন স্বপ্নভূগ কিন্তু একা না আমি আশা করি কোন দিন তুমিও আমার পথে আসবে এবং পৃথিবী হবে একটাই ভাবো কোন সম্পত্তি নেই আমি অবাক যদি তুমি ভাবো কোন দরকার নেই লোভের অথবা ক্ষুদার বন্ধুতাই মানুষ ভাবো সকল মানুষ এক সাথে পৃথিবীর ৭) মাঝে মাঝে ভীষন ইচ্ছে হয় কেউ আমায় শাসন করুক - বলুক আমায় - আমার খোচা খোচা দাড়ি তার দেখতে অসহ্য লাগে বলুক আমায় - আমার তার প্রতি ভালোবাসার নেকামোতা অসহ্য লাগে বলুক আমায় - আমার বিড়ি খাওয়া তার কাছে অসহ্য লাগে এবং আল্টিমেটাম দেক ৯০ দিনের মধ্যে বিড়ি খাওয়া ছাড়তে হবে !! বলুক না একবার ৯ সেকেন্ডের মধ্যে ছেড়ে দিবো !!! বলুল আমায় - আমার , তার প্রতি অতি মাত্রায় কেয়ারিং অথবা অবহেলা দুইটাই অসহ্য লাগে !!! বলুক আমায় - আমার , কোন চয়েজ এর সাথে তার চয়েজ মিল খায় না , তাই আমায় পরিবর্তন হতে হবে !! আরে বাবা হবো তো এক নিমিশে !! আমি চাই তো , কেউ এক জন বলুক আমায় , কেউ একজন শাসন করুক আমায়, কেউ একজন বকা দেবার মানুষ থাকুক !! কেউ একজন ভালোবাসুক আমায় !! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।