আমি যা আছি তাই ভালো। :) আমি বরাবরই নিশ্চুপ প্রকৃতির ছিলাম এবং আছি ব্লগে। বেশি কমেন্ট ও করি না আবার বেশি পোস্টও দেই না। ব্লগের মেয়েদের আড্ডা দেখেই মনে হলো যাই না একটু আড্ডায়। প্রথম প্রথম খুব্বই ভয় লাগছিলো।
তারপরেও মনে অনেক সাহস নিয়ে কলম.বিডি আপুকে মেইল করলাম। আপুর সাথে কথা বলার পর অবশ্য আবিস্কার করলাম আমি আমাদের ই এক জন সিনিয়র আপু,তাই আর দ্বিধা করলাম না। আপু অবশ্য লিফট না দিলে আমার যাওয়া হত কিনা সন্দেহ।
কিন্তু যাওয়ার পর মনে হল আসলে যাওয়াটা বৃথা হয়নি,যদিও বরাবরের মত আমি চুপচাপ ছিলাম। আপুরা একটু পর পর বলছিলেন তুমি কিছু বল না কেন।
আমার অবশ্য শুন্তেই বেশি ভালো লাগছিলো।
অনেক অনেক বেশি ভালো লেগেছে। ক্যাম্পাসের বাইরে,চেনা গন্ডির বাইরে এই প্রথম কারো সাথে মিশলাম। সময়টা এত দ্রুত কেটেছে,মনে হচ্ছিলো থাকি না কেন আরও কিছুক্ষণ। এমনিতেই তো কত সময় বৃথাই সময়ের স্রোতে ভেসে যায়।
খানাপিনা অনেক ভালো হইছে। আমিতো স্যুভেনির হিসেবে কোক এর বোতল টা নিয়ে আসছি
সবশেষে,আপুদের কে অনেক ধন্যবাদ দিতেই হয়,উনারা না থাকলে এত সুন্দর কিছু মুহুর্ত জীবনের পঞ্জিকায় হয়ত শুন্যই থেকে যেত। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।