আমাদের কথা খুঁজে নিন

   

যে জিনিসগুলা বউয়ের জন্য সংরক্ষিত তা পাবলিকের সাথে শেয়ার করি কেমনে?

.......... বলতাছিলাম লোকাল বাসগুলির কথা। একজনের শরীরের সাথে আরেকজনের শরীর এমনভাবে লেগে যায় যে একটা বিশ্রি অবস্থা সৃষ্টি হয়। শরীরের প্রাইভেট অংশগুলো যদি এভাবে পাবলিকের সাথে শেয়ার করা লাগে তবে অবস্থাটা কি দাঁড়ায় বলেন তো। এর মাঝে আবার কন্ডাক্টর ভাড়া নিতে আসে বোঝেন অবস্থাটা। মালঞ্চ একটা জঘন্য বাস সার্ভিস।

এই বাসের কথাই বলছি। অন্যান্যগুলাও কমবেশি এরকমই। মেয়েরাও দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসে যায়। ছিঃ ছিঃ। জঘন্য দেশে বাস করি।

পাবলিক ট্রান্সপোর্ট বলতে কোন কিছুর অস্তিত্ব নাই। ঢাকার সব বাস যদি সিটিং হয় তাইলে খুব ভালো হয়। অন্তত মানুষের প্রাইভেসি বলে একটা কিছু থাকবে। সিট না থাকলে আমি বাসে চড়িনা। সেদিন বাসে উঠেও সিট না পেয়ে নেমে গেছি।

পরের বাসে এসেছি। প্রয়োজনে দেরীতে অফিসে পৌছাব। রেড মার্ক পাব। বাস না পেলে হেঁটে অফিসে যাব। কিন্তু পাবলিক এর সাথে প্রাইভেট অংশগুলো শেয়ার কিছুতেই করতে পারব না।

না কিছুতেই করতে পারবনা। অবশ্য যাদের অফিস থেকে ট্রান্সপোর্ট সুবিধা দেয়া হয়, (সরকারি স্টাফ বাস বাদে, অবশ্য দুয়েকটা ভালো বাস আছে) এবং যাদের বাসা অফিসের কাছেই, তাদেরকে লাকি বলতেই হবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।