নারীবর্জিত জীবন ক্রিকেটের মাঝে খুঁজে ফিরছে অনিয়ন্ত্রিত সুখ বেশি কথা কউনের টাইম নাই। মেইন পয়েন্টগুলা কমু:
১.নাজিমউদ্দিন ৩০ করচে। এর মানে হইল পরের ম্যাচেও ইমরুল চুতমারানী জায়গা পাইবো না; এইজন্যে খুব ভাল্লাগতেচে। মাগার নাজিমউদ্দিন একখান আকাইম্মা ব্যাটসম্যান; কুনো ফুটওয়ার্ক নাই, পুরা জায়গায় খাড়াইয়া খ্যালে। এমনি কইরা খেইলা ১০টার মদ্যে ৮টা ম্যাচেই ডাব্বা মারার কথা, মারবোও।
হের লাইগ্গা ভালা একখান ওপেনার দরকার।
২.জহুরুলের ব্যাটিঙ দেইখা হতাশ। এইডা কুনো ৩ নম্বর ব্যাটসম্যানের ব্যাটিঙ হইবার পারেনা। পুরাই আন্দাকুন্দা ব্যাট চালায়। চিমার বলে যেমনি কইরা চালাইচিল দেইখা মনে হইতেচিল টি২০ নাকি।
আফ্রিদির প্রথম বলেই আইগাইয়া আইসা যে বাঙলা ক্রমস মারচে এইডাও কুনো বাল না। অর আউটটা সবচেয়ে বিশ্রী হইচে।
৩. রিয়াদের স্টক শ্যাষ, এক্সপায়ারড হইয়া গ্যাচে। তাউ অরে রাহন দরকার। টিমে এই টাইপ কিছু গেটিস পিলিয়ার আসলে লাগে।
৪.নাসির পুলাডারে ভাল্লাগতেচে। খ্যালায় স্টাইল-ফাইল কিচু নাই, মাগার রান পায়। এইডাই আসল কথা।
৫. মাশরাফি একখান বালের বোলার। এতদিন ধইরা খেইলাও স্লগ ওভারে বোলিঙ শিখলো না।
মুশফিক সেইটা জাইনা শুইনাও ক্যান অরে দিয়া স্লগ অভারে বোলিঙ করাইলো বুজল্যাম না।
৬. রাজ্জাক শ্যাষ। এই বালডারে অহনই লাত্থি দিয়া বাইর কইরা নেক্সট সিরিজে সাকলাইন সজীবরে চান্স দেউন উচিত।
৭, সাকিব পোলাডা বস, পুরা মেগা বস। বসরে ১ প্যাকেট বিড়ি।
৮.যেইসব চুতমারানী পাকিগো সাপোর্ট করে তাগো গুয়ায় ছারপোকা ঢুকুক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।