আমাদের কথা খুঁজে নিন

   

দুধওয়ালীদের বসা নিষেধ

টিভি দেখাটা কমাতে হবে। বিদ্যুত সাশ্রয় হবে। যারা নিজে কাঁচাবাজারে যান কিংবা নিজের হাতে বাজার করেন, তারা গত ২-১ বছর ধরে বাজারের মুদি দোকান গুলোতে কিছু এপ্রন পড়া সেলস প্রমোশন স্টাফকে দেখতে পাবেন। বিশেষ করে মার্কস গুড়ো দুধ এই কর্মীদের নিয়োগ দিয়েছে, এছাড়াও ইদানিং টুডে নামের আর একটা দুধ এসেছে। তারাও নিয়োগ দিয়েছে।

আপনি হয়ত দোকানীকে বলছেন, ডানো কিংবা নিডো দিতে, তখন হঠাৎ করে একটা মেয়ে এসে আপনাকে বলবে, স্যার এই দুধটা ট্রাই করে দেখতে পারেন, এটা অস্ট্রেলিয়া থেকে আনা, ব্ল্যা, ব্ল্যা, ব্ল্যা। বড় মুদির দোকানের সামনে ২-৩টা প্লাস্টিকের চেয়ার পাতা থাকে, যাতে ক্রেতারা বসতে পারেন। কিন্তু সেই চেয়ারগুলোতে এই বিক্রয়কর্মীদের বসা নিষেধ। তাই একটা মুদির দোকানের সামনে একটা কাগজে লিখা দেখলাম, '' দুধওয়ালীদের বসা নিষেধ। '' পুরো বাজারে হয়ত ৫-৬ জন এমন মেয়ে থাকে।

তাদের কোন ডেস্ক কিংবা বসার জায়গাও থাকে না। সকাল থেকে রাত পর্যন্ত তাদের বাজারে দাড়িয়েই থাকা লাগে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.