আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা হিজাব পরিধাণ করার অনুমতি পেল...

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন] অবশেষে চট্টগ্রাম নার্সিং কলেজের কলেজ কর্তৃপক্ষের কিছুটা শুভবুদ্ধির উদয় হয়েছে। কিছুটা বললাম এই কারণে যে, তারা কলেজের শিক্ষার্থীদের হিজাব পরিধাণ করে ক্লাস করার অনুমতি দিলেও ওয়ার্ডে প্র্যাকটিস করার অনুমতি দেয়নি। এছাড়া সালাত আদায়ের ঘরটি এখনো খুলে দেয়নি।

আশা করছি, কলেজ কর্তৃপক্ষের পূর্ণ শুভবুদ্ধির উদয় হবে এবং তারা কারো ধর্মীয় স্বাধীণতায় হস্তক্ষেপ করবে না। আমি একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছি যে, যারা ন্যায়ের পক্ষে থাকে তাদের বিজয় সুনিশ্চিত। কখনোবা বিজয়ের পথ অনেক বন্ধুর হয়, কখনো বা লক্ষ্যে পৌছতে দেরী হয়, কিন্তু যদি লেগে থাকা যায়, তাহলে বিজয় আসবে। আমি চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীদের ঈমানী দৃঢ়তা দেখে মুগ্ধ, অভিভূত। গত দুদিন ধরে আমি এই ঘটনাটা পর্যবেক্ষণ করছিলাম এবং এই বোনদের আন্দোলনের প্রতি নৈতিক কারণেই সমর্থন দিয়ে যাচ্ছিলাম।

অনেকেই এই ঘটনাটিকে সন্দেহের চোখে দেখেছে, আমাকে গালিগালাজ করেছে। কিন্তু আমি তাদেরকে একটি বিষয়ই বার বার বলতে চেয়েছি, আর তা হলো, ধর্মীয় স্বাধীণতা তো সবারই মৌলিক অধিকার, মুসলিম অমুসলিম নির্বিশেষে, আর এ ঘটনাটি যদি মিথ্যা হয়, এটা যদি হলুদ সাংবাদিকাতা হয়, তাহলে কলেজ কর্তৃপক্ষ ঐ সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে কেন মানহানির মামলা করছে না। আর যেখানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, হিজাব পরতে বাধা দেয়া সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। সেখানে অন্যেরা কি করে সন্দেহ পোষণ করছে! যা হোক, অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সরকারেরও উচিৎ হবে এ ধরণের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে লক্ষ্য রাখা।

শেষ করবো পবিত্র কুরআনের ছোট একটি সূরা দিয়ে, "যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী। " পবিত্র কুরআনের ১১০ নং সূরা আন নাসর, আয়াত নং ১ থেকে ৩ তথ্যসূত্রঃ চট্টগ্রাম নার্সিং কলেজ : হিজাব পরার অনুমতি মিললেও নামাজঘরে এখনও তালা : বিভিন্ন সংগঠনের নিন্দা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।