আমাদের কথা খুঁজে নিন

   

বন্যাকবলিত ৫ জেলায় পুনরাই ত্রাণ

ঢাকা, জুলাই ০৪ - উত্তরাঞ্চলের গাইবান্ধা, বগুড়া ও কুড়িগ্রামসহ দেশের বন্যাদুর্গত পাঁচ জেলার জন্য আরো ৫০ লাখ টাকা এবং ২ হাজার ৯০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বুধবার এসব বরাদ্দ দিয়েছে। বরাদ্দ পাওয়া অন্য দুটি জেলা হল সিলেট ও জামালপুর। এ নিয়ে বন্যার্তদের জন্য সরকারের পক্ষ থেকে ৩ কোটি ১৫ লাখ টাকা এবং ১০ হাজার ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ হল। এছাড়া দুর্গত এলাকায় ১৬ হাজার ৮৯০টি ত্রিপল এবং ১৪ হাজার ৯৭টি প্লাস্টিক সিট সরবরাহ করা হয়েছে। বুধবার বরাদ্দ দেওয়া ত্রাণের মধ্যে সিলেট, গাইবান্ধা ও বগুড়ার প্রত্যেক জেলায় ১০ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল; কুড়িগ্রামে ১০ লাখ টাকা ও ৮০০ মেট্রিক টন চাল এবং জামালপুরে ১০ লাখ টাকা ও ৬০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত জেলাগুলোর জরুরি স্বাস্থ্যসেবার জন্য আরো ৯৩টি চিকিৎসক দল গঠন করা হয়েছে। এ নিয়ে চিকিৎসক দলের সংখ্যা হলো ৮১০টি। এ চিকিৎসক দলগুলো দুর্গতদের স্বাস্থ্যসেবা ও ওষুধ দিচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.