আমাদের কথা খুঁজে নিন

   

নান্দুসে কি খাওয়া যায়?

মেন্টাল উন্ডস নট হিলিং লাইফ'স আ বিটার শেইম আই এম গোইং অফ দ্যা রেইলস অন আ ক্রেজি ট্রেইন !! আজকে প্রথমবারের মত নান্দুসে যাইতেছি। মেনু দেইখা বুঝতাছিনা কি খামু। কি কি খাওয়া যায় বলেন তো। টাকা কোনো ফ্যাক্ট না। আপডেট- ````````````````````````````````````````````````````````````````` ওকে, আজকে গেলাম, খাইলাম, এবং শিক্ষা হইলো - আর জীবনেও নান্দুসে যামু না।

শেয়ারিং প্লেটার ফর -২ প্যাকেজ নিলাম। ঐটায় যা যা ছিলো রিভিউ সহ দিলাম - ১) মিড পেরি পেরি হাফ চিকেন (২ পিস) - অন্যরকম টেস্টের কম মশলার চিকেন। টেবিলে আগেই ৩ রকম সস থাকে। ঐটা দিয়ে খাইলে এক এক রকম টেস্ট পাওয়া যায়। চিকেনটা ভালোই ছিলো।

২) এক বাটি চিকেন লিভার(কলিজা) - এটাও চলে আর কি। ৩)পর্তুগিজ সালাদ - গালি খাওয়ার মত জিনিস। বিরিয়ানীর দোকানে যেমনে সালাদ দেয় সেমনে একটা গোল বাটিতে শশা, টমাটো, ২টা অলিভ, ১টা ক্যাপসিকামের টুকরা, অনেক অনেক পেয়াজ আর বাটি ভর্তি লেটুস দেয়া ছিলো। এই জিনিস খুচরা ২১০ টাকা দিয়ে বিক্রি করে!!!! ৪)সিত্রা - বরফ সহ মালটার জুস। এটা খাইতে ভালোই।

(খুচরা - ১৪০টাকা। কিন্তু ১৪০ টাকার মত কিছু না) ৫)এক বাটি রাইস - হলদে রাইস, ভালোই। ৬)রেগুলার wedges - নরমাল, ভালোই। এই সব মিলিয়ে লাগছে ১৩০০ টাকা। খাবার ভালোই, কিন্তু অত্যাধিক দাম, ওভার প্রাইসড যাকে বলে।

বারবার গিয়ে খাবার মত কিছু না। পুরা জিনিসটাই চলতেছে ব্রান্ডের উপর। আর ওদের যে স্পেশাল সস বলে, সেটা খুব একটা আহামরী স্পেশাল কিছু না। চিত্রে, বাম থেকে, পর্তুগীজ সালাদ, wedges, পিছে সিত্রা আর পাশে পেরি পেরি সস। যারা যারা সাজেশন দিয়েছেন, সবাইকে অনেক ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.