আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রি টিপসঃ------------কর্মজীবনে সফল হওয়ার উপায়

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই। দুই বন্ধু লেখাপড়া শেষ করে একই সময়ে চাকরিতে ঢুকে পাঁচ বছর পর একজন ম্যানেজার পদে উন্নীত হয় আর অন্যজন এক্সিকিউটিভই রয়ে যান। একজন কর্ম জীবনে সফলতার সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকেন আর অন্যজন হতাশার গভীরে তলিয়ে যেতে থাকেন দিনের পর দিন কিন্তু কর্মজীবনে কীভাবে সফল হবেন তা যদি আপনার জানা থাকে তাহলে আপনিও পৌঁছে যাবেন সফলতার দ্বারপ্রান্তে। শুধু একটুখানি পরিশ্রম ও কৌশল অবলম্বন এনে দেবে আপনার জন্য বিরাট সাফল্য। নিচের কয়েকটি বিষয়ের দিকে মনোযোগী হলেই আপনিও সফল ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন।

১. সুন্দর ব্যবহার: সুন্দর ব্যবহারের জয় সর্বত্র। খিটখিটে মেজাজের একজন সহকর্মীকে কেউ পছন্দ করেন না। সর্বপ্রথম অফিসে আপনার ব্যবহার সুন্দর হতে হবে। আপনার সুন্দর ব্যবহারের কারণে আপনি যেমন আপনার অফিসের সবার কাছে পছন্দের হবেন তেমনি গ্রাহকরাও আপনাকে পছন্দ করবে। একজন সুন্দর ব্যবহার করা বিক্রেতার কাছে ক্রেতা বার বার যান পছন্দের জিনিসটি কিনতে।

তাই সুন্দর ব্যবহার দিয়ে আপনি সবার মন জয় করতে পারেন। ২. নিয়মানুবর্তিতা: নিয়মানুবর্তিতা এমন একটি গুণ যা কর্মক্ষেত্রে আপনাকে অন্য কর্মীর থেকে আলাদা করে তুলবে। আপনি যদি প্রতিদিন অফিসে পনের মিনিট আগে পৌঁছান এবং যথাসময়ে কাজ শুরু করেন তাহলে প্রতিষ্ঠানের কর্তাব্যক্তির কাছে আপনি অল্প সময়েই পছন্দের কর্মী হিসেবে আলাদা মর্যাদা পাবেন। অনেকে প্রতিদিন দেরি করে অফিসে এসে নানা অজুহাত দেখায়। এমন লোককে উর্ধ্বতন কর্তৃপক্ষ পছন্দ করে না।

সব সময় প্রতিষ্ঠানের নিয়ম-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকলে আপনার সাফল্য কেউ ঠেকাতে পারবে না। ৩. সৃষ্টিশীলতা: সৃষ্টিশীলতা একটি কর্মীর বিরাট একটি গুণ যা তার ক্যারিয়ারে বিরাট সাফল্য এনে দিতে পারে। প্রতিষ্ঠানের যেকোনো কাজে আপনার সৃষ্টিশীলতাকে তুলে ধরুন। প্রতিষ্ঠানের বিভিন্ন সভা সেমিনার অথবা কোনো অনুষ্ঠানে সৃষ্টিশীলতার মাধ্যমে অনুষ্ঠানকে করে তুলুন আকর্ষণীয়। তাহলেই আপনি যে অন্য কর্মীর চেয়ে আলাদা তা সহজেই প্রমাণ হবে।

৪. নেতৃত্ব: ক্যারিয়ারে উন্নতির জন্য নেতৃত্বের গুণ থাকা প্রয়োজন। যেকোনো কাজে প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহিত করতে হবে কাজটি সঠিকভাবে করার জন্য। একমাত্র নেতৃত্বের কারণে আপনার সফলতা কেউ আটকিয়ে রাখতে পারবে না। বর্তমান সময়ে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এজন্য নেতৃত্বকে খুব গুরুত্ব দিয়ে থাকে। ৫. মনোযোগ: যদি মনোযোগ দিয়ে আপনি কোনো কাজ করেন তবে অল্প সময়ে আপনি ওই কাজে দক্ষ হয়ে ওঠবেন তাড়াতাড়ি।

আর কাজের দক্ষতাই হবে আপনার উন্নতির সোপান। ৬. একতা: প্রতিষ্ঠানের কর্মী ও সহযোগীদের সাথে যদি একতা বজায় রাখতে পারেন তাহলে খুব অল্প সময়ে আপনি নেতৃত্বের আসনে বসবেন। এজন্য প্রতিষ্ঠানে একতা বজায় রাখা জরুরি। এই সব গুণগুলো রপ্ত করতে পারলেই কর্ম জীবনে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আপনি দ্রুত পৌঁছে যাবেন সফলতার উচ্চ শিখরে।

লিখেছেন---------- শাব্বির আহমদ তামীম সুত্রঃ দৈনিক আজাদী (০৪.০৭.২০১২) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.