আমি যুদ্বে পরাজিত এক ব্যর্থ সৈনিক প্রিয় ব্লগার ভাইয়েরা কেমন আসেন। বেশ কিছু দিন পর সামুতে লিখলাম। লিখলাম তাও আবার এন্টিভাইরাস নিয়া। আমার মনে হয় আমারে এন্টিভাইরাস নামক ভাইরাসে ধরছে।
কম্পিউটারের সাথে ভাইরাস একটি কমন শব্দ।
এর সাথে আমরা পিসি ব্যবহারকারীরা সবাই কম বেশি পরিচিত। কম্পিউটারকে ভাইরাস নামক ব্যাধি থেকে মুক্ত রাখার জন্য আমরা কত রকম চেষ্টাই না করি। কিন্তু টাকা দিয়ে এন্টিভাইরাস ব্যবহারকারী সংখ্যা খুবই কম। আবার অনেকে এন্টিভাইরাসের লাইসেন্স কী দিয়ে ওগুলো ব্যবহার করেন। তবে কিছু দিন পর ঐগুলো ব্লক হয়ে যায়।
এবার আসুন কিছু ফ্রি এন্টভাইরাসের সাথে পরিচিত হয় যে গুলো সর্ম্পূণ ফ্রি ফ্রি (বাঙালী ফ্রি খাইতে ভালবাসে)
১.
এভাস্ট ফ্রি এন্টিভাইরাস
২.
রাইজিং
ইহা শুধু ডাউনলোড করে ইন্সটল করে আপডেট করবেন। কোন লাইসেন্স কী এর ঝামেলা নেই।
৩.
বিট-ডিফেন্ডার
৪.
এভিজি
৫.
এভিরা
৬.
মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়াল
উইনডোজ এক্সপি ৩২ বিট
উই্ন্ডোজ ভিসতা/ ৭ (৩২ বিট)
উই্ন্ডোজ ভিসতা/ ৭ (৬৪ বিট)
৭.
পান্ডা ক্লাউড এন্টিভাইরাস
৮.
কমোডো এন্টিভাইরাস
৯.
কমোডো ইন্টারনেট সিকিউরিটি (৬৪ বিট)
১০.
পিসি টুলস এন্টিভাইরাস
ধন্যবাদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।