আমাদের কথা খুঁজে নিন

   

অভিমানকে করতে লালন তোমার আমার সন্ধি বারণ.. (নির্মলেন্দু গুণের জন্মদিনে একটি অখাদ্য কবিতা পেশ করলাম)

বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই মুজিব সোনামন, বিশৃঙ্খলাময় বিকেলে হেটে গেছি বহুদূর হাতে রাখোনি হাত, বুকে রাখোনি মাথা তবুও করেছো ধন্য ছ'লাইনের এই অখাদ্যটি লিখলাম তোমায় নিয়ে তোমার জন্য ! কয়েক লাইন না হয় আরো দেব বাড়িয়ে চশমাটা পড়ে চারপাশটা ভালো করে দেখো তাকিয়ে ! শ্লোগানে শ্লোগানে কাতর দুশমন খ্যাপা মোষের ষাড় আছে রাস্তায়, আছে হাট দোকানে আছে যার যার তার তার। আর আমি মিটি মিটি হাসি ভুল বানানে চিঠি লিখি ইলশে গুড়ি বৃষ্টি দেখি । মনের কথা মেঘকে বলি সোনামন, মেঘলা রাত্রি ভালোবাসি ! তুমিতো আছো ব্যাপক আনন্দে দাঁড়িয়ে আছো ব্যালকনিতে কথা দিয়েও আসোনি বলে সংসদ দেখেও হাসোনি বলে। বাড়িয়ে দিয়েছো যন্ত্রণা আজ রাতে আর ঘুম হবেনা পাশ বালিশ হয়ে যদি পাশে পেতাম সোনামন, মিথ্যে বাহাদুরির গল্প বলতাম ।। ............ অভিমানকে করতে লালন তোমার আমার সন্ধি বারণ... ছবি কৃতজ্ঞতাঃ গুগল টাইটেল কৃতজ্ঞতাঃ নচিকেতা  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।