আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগজননী জানা'র কাছে উড়াল চিটি

কখনো কখনো বৃষ্টি যদি ঝরে দৃষ্টির পাতায় কখনো কি বন্ধু তোমার আমায় মনে পরে আমি পরে আছি কেমন কোথায়...........। ব্লগ্মাতা ব্লগজননী আপ্নারে বলি, আপনি যে সামু নামের ব্লগ প্রসব করে ব্লগ নামে একটা নতুন বাংলাদেশ আমগরে দিছেন এই জন্য আপনার প্রতি এই অকৃতজ্ঞ আবাল গুলার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নাই। আর থাকলেও প্রকাশ করুম না। মাগো তুমি আমগরে ব্লগিং শিখাইছ, যুদ্ধ শিখাইছ, নতুন প্রজন্মের যোদ্ধা বানাইছ, শিখাইছ আর কতো কি............। একজন শিক্ষিত মা একটা শিক্ষিত জাতী তৈরির কারিগর।

আর এই খানে বর্তমানে একজন শিক্ষিত জানা হচ্ছে অযুত লক্ষ নিযুত কুটি ব্লগারের মেরুদণ্ড, কিছু কি বুজতে পারলেন? আপনি যদি সময় মতো পোলাপাইনডিরে সকাল বিকাল দুইবেলা ধইরা থাপ্রাইতেন, তাইলে আমগর ছিন্তার কারন আছিল না। আমরা নিশ্চিন্তে শাহবাগ দাঁড়াইয়া ছিক্কুর দিলেও কেউ কিছু কইত না। কি জানাম্মা কি আমার কথা বুজবার পারছেন, আমার কথার সারমর্ম হইল...কেউ কুনো ধর্ম নিয়া কটূক্তি করতে পারবো না, এখন যেই হোক সব পোলামাইয়ারে সমান চোখে দেকবেন। শুধু ইসলাম ধর্ম না যে কুনো ধর্ম। ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খৃষ্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম আরও ।

আল্লাহ্‌ আল্লাহ্‌র রাসুল (সাঃ) কে নিয়া কটূক্তি করায় তো মানুষ খেপছে। মাগো আমার মতে আপনি যদি ঠিক থাকতেন (ঐ গুলারে যদি জন্মের সময় নুন খাওয়াইয়া মারতেন) তাইলে আজকে কেউ গণজাগরণ মঞ্চের দিকে আঙ্গুল তুলার সাহস পাইতনা (জামাত শিবির ছারা) আপনারে একটা কথা জিগাই আমি কি নাস্তিক ? আমি কি মুসলমান? আমি কি হিন্দু? আমি কি খৃষ্টান? আমি কি বৌদ্ধ? আমি গির্জায় মসজিদে প্যাগোডায় মন্দিরে দিনরাত ঘুরে ঘুরে জানলাম..................মানুষ আমার নাম মানুষ'ই আমার নাম........... বাঙালী আমি বাঙালী আমার নাম। তাই এখন থাইকা ৫৬ইঞ্চি মনিটরে চোখ রাখেন, আর নাস্তিক, ছাগু,ভাদা,পাদা, সবগুলারে ধইরা প্যাঁদানি দেন। আর আমগোরে শান্তিতে ব্লগিং করার সুজুগ কইরা দেন। সবশেষে বলি নিরাপদ ব্লগিং চাই, এইটা আমগোর অধিকার, আপনে আমগোরে শিখাইছেন, এখন এই আধিকার আপনে নষ্ট করতে পারেন না।

ব্লগে নতুন আইন করেন, কুনো ব্যক্তি যে কুনো ধর্ম নিয়া কটূক্তি করলে তারে স্থায়ীভাবে ব্যান মারেন। কাদের মোল্লায় কয় আমি রাজাকার আছিলাম না আমারে ছাইড়া দেন। আসিফ মহিউদ্দিনে কয় আমি নাস্তিক না আমারে ছাইড়া দেন। আমি কই এডিরে নুন খাওয়াইয়া মাড়েন। ইতি আপনার পুত্র সামহ্যারইনব্লগের আপন ছোট ভাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.