আমার সোনালি ৯০ দশক ছিল বাংলার সেরা সব শিল্পীদের সেরা গানের জোয়ার। যা আজো একদিনের জন্যও ভুলে যেতে পারেনি। আজ যেখানে বহু সুপারস্টার দের ভিড়ে মনের মতো গান হারিয়ে গেছে তখন সেই ৯০ দশকের অ্যালবামগুলোই আজো মনের খোরাক , মনের তৃষ্ণা মেটায় অবিরত।
আজ দিবো ৯০ দশকের দুটি হারিয়ে যাওয়া ও বর্তমান বাজারে বিলুপ্ত হয়ে যাওয়া ৯০ দশকের দুটি সুপার ব্যান্ড মিক্সড অ্যালবাম এর কিছু গান যা আপনাদের জন্য সর্বপ্রথম অনলাইনে প্রকাশ করেছিল RaDiO bg24 যাদের কাছে হারিয়ে যাওয়া ও খুঁজে না পাওয়া গানের অভাব নেই। যারা একের পর এক হারিয়ে যাওয়া দুর্লভ অ্যালবামগুলো একের পর এক বর্তমান প্রজন্মের কাছে তুলে দিয়েছে ও আগামীতে আরও অনেক অনেক গান তুলে দিতে প্রস্তুত শুধু প্রয়োজন সবার একটু সহযোগিতা ও সত্যিকারের আন্তরিকতা।
বাংলার গান দিয়ে বিশ্বকাঁপানোর ক্ষমতা যারা রাখে সেই 'রেডিও বিজি ২৪' এর প্রকাশিত দুটি অ্যালবাম এর গানগুলো শুনুন ............। । আর ভেবে দেখুন তো এখন কি এমন সুপার দুর্দান্ত গান কি নিয়মিত পাচ্ছেন?
ঝড় ঃ
১৯৯৩ সালে 'কান্ট্রি মিউজিক' এর পরিবেশনায় প্রকাশিত হয় ব্যান্ড মিক্সড অ্যালবাম 'ঝড়'। অ্যালবাম এর শিল্পীরা ছিলেন - আজম খান ,আইয়ুব বাচ্চু, নকীব খান, পিলু খান, রানা, মেহেদী (রকস্টারটা) , পার্থ (সোলস), লেনিন (সাডেন), ফয়সল (অর্থহীন), সুমন (অর্থহীন), শাহেদ, আর্টস ব্যান্ড ও একমাত্র নারী কণ্ঠ জুলী। অ্যালবাম এর নামের সাথে কাজের কি দুর্দান্ত মিল সেটা প্রথমেই বুঝতে পারি অ্যালবাম এর প্রথম গান প্রিয় আইয়ুব বাচ্চুর কণ্ঠে ' তখনও জানতে বাকী - আইয়ুব বাচ্চু গানটি শুনে।
এ যেন নতুন এক শান্তশিষ্ট আইয়ুব বাচ্চুকে পাওয়া যা ছিল এক বিস্ময়। এই বিস্ময় কাটতে না কাটতেই মেহেদী ও পার্থের কণ্ঠের
তোমারই অপেক্ষায় - মেহেদী ও পার্থ । যা শুনে রীতিমতো মাথা নষ্ট হয়ে যায়, তাই গানটা বেশকয়েকবার রিপিট করে শুনি। অ্যালবাম এর অন্য গানগুলো 'ওগো মেয়ে তুমি কি জানো- রানা, জীবন সাথী হবে তুমি - আজম খান, একদিন প্রজাপতি হয়ে - নকীব খান , জীবনের মানে - আর্টস, প্রেমের জন্য জীবন- লেনিন, কত স্বপ্ন - ফয়সল , সাদা শার্ট পড়া - শাহেদ এর গানগুলিও ছিল একেকটি দারুন গান। তবে অ্যালবাম এর নারী কণ্ঠ জুলির এই মধু রাত - জুলী ও সর্বশেষে প্রিয় পিলু খানের কণ্ঠের তুমি তো বলেছিলে - পিলু খান গানটি ছিল অসাধারন অদ্ভুত সুন্দর একটি গান।
আমার কাছে অ্যালবাম এর আইয়ুব বাচ্চু, মেহেদী ,রানা ও পিলু খানের গানগুলো সবচেয়ে বেশী ভালো লাগতো। আজো শুনে যাই প্রিয় এই অ্যালবামটি। সম্পূর্ণ অ্যালবামটি সংগ্রহ করতে পারবেন আগামীতে অনলাইনে একমাত্র ''RaDiO bg24
'' এর ওয়েবসাইট থেকে যা প্রকাশের অপেক্ষায় আছে।
চিয়ার্স - সাউনডটেকের পরিবেশনায় 'চিয়ার্স' ব্যান্ড অ্যালবামটি ছিল আরেকটি দুর্দান্ত অ্যালবাম । যেখানে ছিলেন আজম খান, পার্থ, রানা, রেশাদ, শামিম, পঞ্চম, খালিদ, আগুন, নিলয় দাশ, আশরাফ বাবু, আইকো।
অ্যালবাম এর উল্লেখ যোগ্য জনপ্রিয় গানগুলো ছিল প্রথম গান গুরু আজম খানের পাপড়ি কাঁদে এখন - আজম খান , প্রিয় রানার কণ্ঠের খুব প্রিয় গান দূর পাহাড়ের সীমানা ছেড়ে - রানা পার্থের কণ্ঠের খুব প্রিয় গান আজ তোমাকে প্রয়োজন - পার্থ । 'চিয়ার্স' অ্যালবাম এ সব ধরনের গান আমরা পেয়েছিলাম। জীবনমুখী, রোমান্টিক, বিরহ, সামাজিক অবক্ষয়ের প্রতিবাদ, রাজনৈতিক ও ধর্মীয় ধান্দাবাজদের বিরুদ্ধে গর্জে উঠা সহ বেশ কিছু চমৎকার গান। আজ এতো শিল্পীর ভিড়েও এমন দুটি অ্যালবাম এর কোন নতুন অ্যালবাম আমাদের কেউ দিতে পারেনি। আফসোস হয় এসব শিল্পী ও সঙ্গীত পরিচালকদের জন্য।
যারা গানের ১২ টা বাজিয়ে ছেড়েছেন ।
অ্যালবাম এর অন্যসব দারুন সহ পুরো অ্যালবামটি পাবেন রেডিও ওয়েবসাইটে যা আপনাদেরই সহযোগিতার অপেক্ষায় আছে।
বাংলা গানের সব দুর্লভ ও হারানো গানগুলি আছে আপ্নাদেরই অপেক্ষায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।