আমাদের কথা খুঁজে নিন

   

অনুরণিত অন্ধকার প্রেম অথবা উপমার ক্লেদ (১৮+, প্রাপ্তমনস্ক পাঠকদের জন্য)

শব্দ খুঁজি, সৃষ্টির অদম্য নেশায় অনেকটা অন্ধকারে আমি থাকতে ভালোবাসি এঁদো পুকুরের অনাকাংখিত মাছের পিঠের মতো প্রবল অন্ধকার। লন্ঠনের অপরিচ্ছন্ন চিমনির মতো প্রবল অন্ধকার। ডিম্ববতী দাঁড়কাকের উষ্ণ বুকের মতো প্রবল অন্ধকার। শিয়রে দাঁড়ানো চেনা দুঃস্বপ্নের মতো প্রবল অন্ধকার। নির্লিপ্ত সানগ্লাসে আড়াল করা চোখের মতো প্রবল অন্ধকার।

মশারির নির্ভরতায় নিয়ত রাতের মতো প্রবল অন্ধকার। বেশ্যাবাড়ির উপার্জনক্ষম খাটের মতো প্রবল অন্ধকার। হাত নিশপিশ সংগোপন স্তনের মতো প্রবল অন্ধকার। নগ্ন ইঁদুরের পিঠে বৃদ্ধ সাপের মতো প্রবল অন্ধকার। সমকামী স্বামীর প্রাত্যহিক উপেক্ষার মতো প্রবল অন্ধকার।

অনাবৃত সফেদ উরুর মানচিত্রের মতো প্রবল অন্ধকার। সিক্ত ঠোঁটের আস্বাদিত নুনের মতো প্রবল অন্ধকার। প্রহরী কুকুরের মনিব সংগমের মতো প্রবল অন্ধকার। লাজুক কিশোরের প্রথম শিশ্নোত্থানের মতো প্রবল অন্ধকার। প্রবাসী পত্নীর অকর্ষিত পিচ্ছিল যোনীর মতো প্রবল অন্ধকার।

ধর্মান্ধ চোখে প্লেবয় প্রচ্ছদের মতো প্রবল অন্ধকার। গ্রাম্য মেয়ের স্নান-মর্দনের মতো প্রবল অন্ধকার। বুনো ফুলের পলকা সতীচ্ছদের মতো প্রবল অন্ধকার। ভরা পূর্ণিমায় তোমার খোলা চুলের মতো প্রবল অন্ধকার। অনেকটা অন্ধকারে আমি থাকতে ভালোবাসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।