সন্ত্রাসকর্মীদের অস্ত্রগুলো পিপীলিকার পাখার মতোন ***** আঘাতকারীদের অস্ত্রগুলো পিপীলিকার পাখার মতোন। নিজেদের স্বর্গে পৌঁছানোর লোভের নেশায়, আকাশ ও পৃথিবীকে যারা ধ্বংসের মুখে ঠেলে দিতে চায়, --এমন সাধুবেশী বহুরূপী শয়তানের অক্লান্ত বিচরণে নিত্য মুখরিত এ-বিশ্ব কিছু বিশৃঙ্খলাকামীর ব্যর্থ আস্ফালনে। ঘৃণ্য তাদের চিন্তা চেতনা, ঘৃণ্য তাদের আত্মঘাতক দর্শন, ঘৃণ্য তাদের ফ্যাসাদকামী মেধা আর সহিংস মনন। নিশ্চয়ই চূড়ান্ত পরিণতিতে, গতানুগতিক বাস্তবতায় তাদের বরাদ্দে কেবলি নিষ্ফল আত্মহনন। ফ্যাসাদকামীদের অস্ত্রগুলো পিপীলিকার পাখার মতোন। রঙ্গপুর : ২৯/০৬/২০১২খ্রি: করণিক : আখতার২৩৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।