সুন্দর এক সুখী সমাজ গঠনের ডাক দিয়ে যাই আমি oDesk এ রেজিস্ট্রেশন করেছি জানুয়ারীর ১৩ তারিখে। বেশ সময় নিয়ে ধীরে ধীরে প্রোফাইল পূর্ণ করেছি। অনেক ধৈর্য্য ধরে, অনেক পড়াশুনা করে oDesk সম্পর্কে বিস্তারিত জেনেছি। ১৫ টি Test দিয়ে সবগুলোতে ভাল (অনেক ভাল) করেছি। প্রতিটি Test এর আগে পড়াশুনা করে পরীক্ষা দিয়েছি।
মে'র শুরুতে আবেদন করা শুরু করি। প্রথম কাজ পাই ১৮ মে। তারপর এ পর্যন্ত মোট ৬ টি কাজ পেয়েছি। এখন হাতে ৩ টি কাজ, এর মধ্যে দুটির আবার কোন কাজ নেই, একটি তো শেষই শুধু Client এখনও End Contract করছে না। আসল কথা হাতে তেমন কাজ নেই।
আমার প্রোফাইল দেখুন
হাতে এখনও আবেদন করছি, কিন্তু তেমন কোন সাড়া পাচ্ছিনা। আমার প্রোফাইলের কোন সমস্যা, নাকি Cover Letter এর সমস্যা তাও বুঝতে পারছিনা। Cover Letter নিয়েও অনেক পড়াশুনা করেছি, তাতে দেখি আমার লেখাও ঠিক আছে। আমি যে কাজের জন্য আবেদন করি, সে কাজ কে পেল তা আমি সবসময়ই দেখি। বেশিরভাগ ক্ষেত্রে তার প্রোফাইল থাকে আমার চেয়ে অনেক Lower level এর।
কেন এমন হচ্ছে?
oDesk এর যে সমস্ত Contractor সামুতে আছেন তাদের পরামর্শ চাইছি। সেই সাথে জানিয়ে রাখছি আমার প্রশিক্ষণ গ্রহণ করার ইচ্ছা আছে। প্রাথমিকভাবে SEO (Search Engine Optimization) শিখব। একজন পরামর্শ দিলেন HTML, CSS শেখার জন্য। কিন্তু HTML, CSS শিখে কি আমার আদৌ লাভ হবে? আামার প্রোগ্রামিং জ্ঞান খুবই সীমিত।
ব্লগার oDesk Contractor ভাইয়েরা, পরামর্শ দিয়ে সাহায্য করুন। আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।