আমাদের কথা খুঁজে নিন

   

জলাবদ্ধতায় আবদ্ধ দেশের বাণিজ্যিক ও চায়ের রাজধানী।বাধ্য হয়ে আমাকেই সমাধান দিতে হচ্ছে

বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. । জল-আবদ্ধ হয়ে কোটি কোটি মানুষ কষ্ট করছে, পাহাড় ধসে মরলো কত জন! দেশের বাণিজ্যিক ও চায়ের রাজধানী। দুই সিটি কর্পোরেশনের দুই মহান মেয়র নিজেরাও বাড়িতে আটকে পড়েছেন পানির তোড়ে। সেখানে আমি নিজ উদ্যোগে এগিয়ে এলাম সমস্যা সমাধান করতে। যা যা করতে পারে এখন তারা- ১. সিটি কর্পোরেশন ভেঙে ফেলুন- প্রথমেই কাজ হবে দুই সিটি কর্পোরেশন ভেঙে তা গ্রাম ঘোষণা দেয়া- সর্বময় ক্ষমতা থাকবে কৃষকদের হাতে।

কৃষকরা ভাল করেই জানে কিভাবে ক্ষেতের পানি বাইরে বের করতে হয়, আর কিভাবে নালা দিয়ে ক্ষেতে পনি ঢুকাতে হয়। ২. সিটি কর্পোরেশনের খাল কাটার মেশিন যেহেতু কোন কাজেই আসছে না- তাই রংপুর বগুরার মঙ্গা এলাকার মানুষ গুলোকে (যারা বাসের ছাদে ঘুরে জেলায় জেলায় মাটি কাটার কাজ করে) নিয়ে এসে ওইসব জায়গাতে কাজে লাগানো যায়। তাতে খাল কেটে প্রয়োজনে কুমির আনতে পারবে কর্পোরেশন, এবং মানুষের কাজের সংস্থান হবে। ৩. সিটি কর্পোরেশনের মেশিন আছে, লোকবল আছে, কিন্তু লোভ আর দুর্নীতির তাড়নায় খাল খনন করে না- প্রতিবার টাকা বরাদ্ধ থাকার পরেও খাল সেই আবদ্ধ থেকে যায়। এবং তারা জলাবদ্ধতাকে ঘোড়ার ডিমের সাথে তুলনা করেছেন! মানে জলাবদ্ধতা অদৃশ্য তাদের চোখে ! তাই তাদের ঘোড়া কিনে দিয়ে ঘোড়ার ডিম ফোটানোর কাজে লাগানো যায় শাস্তি হিসেবে।

যত দিন না পারবে ততদিন ঘোড়ার সাথে দিন-রাত কাটাবে। ৪. এত বিশাল এক বিমান বন্দর অচল হয়ে গেল বৃষ্টির পানিতে- তাই মেয়র দুতলা বিমান বন্দর করার জন্য সরকারের কাছে আবেদন করতে পারে। যাতে আসবে নতুন টাকা, নতুন জমি আর নতুন দুর্নীতির উৎস। ৫. এত কাছে সাগর থাকার পরেও পানি সাগরের সাথে আড়ি করে বসে আছে কেন- তা বের করতে মেয়রকে প্রধান করে তদন্ত কমিটি করা যেতে পারে। মেয়র সাগরের সাথে সংলাপে যাওয়ার জন্য রাস্তা ঠিক করে ভেসে যাবেন সাগরে।

আর একবার রাস্তা ঠিক হলেই তার সাথে সাথে পানি চলবে ভেসে। ৬. এখনো ত্রাণ পৌছায়নি- টিভি ক্যামেরা, সাংবাদিক ও আঁতেল শ্রেণীর মানুষদের কাছে বিনীত নিবেদন আপনারা এখনি জাহাজে, নৌকায় ভেসে বা হেলিকপ্টারে করে ঝুলে থাকুন ঘটনা স্থলে। না হলে তো আমাদের সম্মানীত নেতা, মন্ত্রীরা যাবেন না! তাদের গোমড়া মুখে অসহায় মানুষকে ত্রাণ দেয়ার দৃশ্য যদি দেশের বাকি জনতা নাই দেখে, জানে তাহলে তারা কেন সেখানে যাবেন ! জাতির বৃহত্তর সার্থে এখনি আপনারা চলে যান। ৭. পাহাড় ধস আবার কেন- পাহাড় গুলোকে নিজের পায়ে দাড়ানোর ক্ষমতা অর্জনের জন্য জাতীয় ক্রিকেট টিমের ফিজিও কে দায়িত্ব দেয়া যায়। বা তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য অল্প সুদে ঋণ সুবিধা দিতে পারে সরকার।

এতে পাহাড় নিজের পায়ে দাড়াঁতে পারবে আর ধসে পড়বে না মানুষের গায়ের উপর। ---------------------------------------------------------------------------------- -এই নগর পিতাদের উপর ও ব্যবস্থায় বিরক্ত হয়ে একটি উর্বর মস্তিস্ক প্রসূত পোস্ট। কাউকে কষ্ট দেয়ার জন্য নয়। ---------------------------------------------------------------------------------- সিটি কর্পোরেশনের দুর্নীতি, অবহেলা ও জলাবদ্ধতা সহ সব সমস্যা সমাধানে উদ্যোগের অভাবে দেশের প্রধান দুটি নগরের বাতাসে মানুষের লাশের গন্ধ ভর করেছে। অসহায় এই মানুষ দের পাশে দাঁড়ায় চলুন নিজের সার্মথ অনুযায়ী।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।