আমাদের কথা খুঁজে নিন

   

এইডসবিরোধী কর্মসূচি জিম্বাবুয়েতে একযোগে ৪৪ এমপির খতনা

বাংলাদেশ এইচআইভি-এইডস সচেতনতাবিষয়ক প্রচারাভিযানের অংশ হিসেবে জিম্বাবুয়েতে পার্লামেন্টের ৪৪ জন সদস্য গত শুক্রবার খতনা করিয়েছেন। রাজধানী হারারেতে পার্লামেন্ট ভবনের বাইরে স্থাপিত অস্থায়ী ক্লিনিকে তাঁরা খতনা করান। জাতিসংঘের এইচআইভি-এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডস ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাবি্লউএইচও) যৌথ এক গষেবণায় বলা হয়েছে, পুরুষদের খতনার ব্যাপারটি এইচআইভি-এইডসের বিস্তার ৬০ শতাংশ পর্যন্ত কমতে পারে। জিম্বাবুয়ের এইডসবিরোধী এমপিদের চেয়ারম্যান ব্লেসিং চেবুনদো বলেন, খতনা করাতে অন্যদের উদ্বুদ্ধ করানোই তাঁর মূল উদ্দেশ্য। এজন্য তিনি নিজে প্রথম খতনা করিয়েছেন।

জিম্বাবুয়ের ১০ লাখের বেশি মানুষের শরীরে এইচআইভি ভাইরাস আছে বলে ধারণা করা হয়। বর্তমানে প্রায় পাঁচ লাখ মানুষ এর চিকিৎসা নিচ্ছে। এ অবস্থায় ২০০৭ সালে অগ্রাধিকারের ভিত্তিতে দেশটিতে খতনা কার্যক্রম চালুর কথা বলে ইউএনএইডস ও ডাবি্লউএইচও। এর সঙ্গে আফ্রিকার আরো ১২টি দেশেও এ কার্যক্রমের পক্ষে সুপারিশ করা হয়। সাধারণত খতনা করাতে সময় লাগে মাত্র ১০ মিনিট।

এমপিদের খতনা করানোর ইস্যুটি ২০১১ সালের সেপ্টেম্বরে প্রথম পার্লামেন্টে তোলা হয়। উপপ্রধানমন্ত্রী থোকোজানি খুপে সব রাজনীতিককে খতনা করানোর আবেদন জানান। অনেকে তখন অবশ্য এর বিরোধিতা করেন। সূত্র : বিবিসি, টেলিগ্রাফ। লিঙ্ক ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।