আমাদের কথা খুঁজে নিন

   

উতপাদিত খাদ্যের এক তৃতীয়াংশই অপচয়

জীবনের গল্প আছে বাকি অল্প প্রতি বছর বিশ্বে মোট উৎপাদিত খাদ্যের এক তৃতীয়াংশই খামার থেকে খাবার টেবিল পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে অপচয় হয়। সম্প্রতি জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউনেপ) এক প্রতিবেদনে এ ত্য তুলে ধরা হয়েছে। ব্রাজিলের রিও ডি জেনিরোতে সদ্য শেষ হওয়া ইউনেপ’র টেকসই উন্নয়ন সম্মেলনে ‘ভবিষ্যত দুর্ভিক্ষ এড়ানো’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয় বলে মঙ্গলবার দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়। খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং সুইডিশ ইন্সটিটিউট অব ফুড এন্ড বায়োটেকনোলজি (এসআইকে) যৌথভাবে গত বছর জরিপ কাজটি সম্পন্ন করে। পরিবহন ব্যবস্থা ও ভোক্তা পর্যায়ে খাদ্য দ্রব্যের এ ধরনের অপচয় ঘটে বলে এতে উল্লেখ করা হয়।

প্রতি বছর খাদ্য অপচয়ের এ পরিমাণ ১৩০ কোটি টন বলে প্রতিবেদনে বলা হয়। ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যম এবং উচ্চ আয়ের দেশগুলোতে প্রতি বছর খাবার যোগ্য ২২ কোটি ২০ লাখ টন খাদ্যদ্রব্য ফেলে দেওয়া হয়। অথচ আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে মোট উতপাদিত খাদ্য দ্রব্যের পরিমাণ ২৩ কোটি টন। নিম্ন আয়ের দেশগুলোতে খামার থেকে বিপননের সময় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খাদ্য দ্রব্যের অপচয় ঘটে। ইউরোপ ও উত্তর আমেরিকার প্রতিটি নাগরিক প্রতি বছর ২৮০ থেকে ৩০০ কিলোগ্রাম পর্যন্ত খাবার অপচয় করে অথচ আফ্রিকার সাব-সাহারা অঞ্চল ও দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়ায় জনপ্রতি এ অপচয়ের পরিমাণ ১২০ থেকে ১৭০ কিলোগ্রাম।

আর শুধুমাত্র আহারের সময় প্রতি আমেরিকান ও ইউরোপিয়ান ৯৫ থেকে ১১৫ কিলোগ্রাম খাবার নষ্ট করে যার পরিমাণ সাব-সাহারা ও দক্ষিণ এশীয়দের ক্ষেত্রে ৬ থেকে ১১ কিলোগ্রাম মাত্র। বপন, ফসল উত্তোলন পরবর্তী ধাপ, প্রক্রিয়াজাতকরন, বিপনন এবং ভোগ পর্যায়ে খাদ্য দ্রব্যের অপচয় ঘটে। এর মধ্যে উন্নয়নশীল দেশগুলোতে ৪০ শতাংশ খাবার নষ্ট হয় ফসল উত্তোলন পরবর্তী ও প্রক্রিয়াজাতকরন পর্যায়ে। আর উন্নত দেশগুলোতে খুচরা ভোক্তা পর্যায়ে ৪০ শতাংশ খাবার অপচয় হয়। এছাড়া আমেরিকানরা ২৫ শতাংশ খাবার নষ্ট করে আর মেয়াদোত্তীর্ণ লেবেল দেখে যুক্তরাজ্যের নাগরিকেরা এক-তৃতীয়াংশ খাবার ফেলে দেয়।

এ ধরনের খাবার বিপযের্য়ে ক উত্তরণের প হিসেবে ভারতের মতো উন্নয়নশীল অন্যান্য দেশগুলোকে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার, সমন্বিত পরিবহন ব্যবস্থা এবং বাজার সুবিধা গড়ে তোলার আহ্বান জানায় ইউনেপ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.